• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ রাত ০৯:০৭:২৪ (22-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ রাত ০৯:০৭:২৪ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশি আটক

২৯ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:১২:৫২

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশি আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার শশীদল সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

২৮ সেপ্টেম্বর শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ শশীদল বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে নারায়নপুর থেকে মানব চোরাচালানকারী মো. আপন মিয়াকে (২২) আটক করে।

আটক হওয়া আপন মিয়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়নপুর গ্রামের মো. ফয়েজ আহম্মেদের ছেলে। এসময় তার সহায়তায় অবৈধভাবে অনুপ্রবেশকারী আরও ৩ জনকে আটক করা হয়।

আটকরা হলেন, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জয়তুন মিয়ার ছেলে মো. বজলুল আমিন (২০), একই উপজেলার মো. আব্দুল মান্নানের ছেলে মো. মামুন মিয়া (১৯) এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার নারায়নপুর গ্রামের মো. মনির মিয়ার ছেলে মো. তারিকুল ইসলাম (২২)।

আটক হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মানব চোরাচালানকারীর সদস্য মো. আপন মিয়ার সহায়তায় উল্লিখিত ৩ বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।

পরে তাদের ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ