• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ রাত ০৯:০৯:০৭ (22-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ রাত ০৯:০৯:০৭ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ নারী-পুরুষ আটক

৫ অক্টোবর ২০২৪ সকাল ১০:৫২:২১

শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ নারী-পুরুষ আটক

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বাংলাদেশি চার নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এরমধ্যে একজন পুরুষ ও ৩ জন নারী রয়েছে।

৫ অক্টোবর শনিবার সকালে সীমান্তের পাঁচভূলট এলাকার একটি মাঠের তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, মাগুরা জেলার শ্রীপুর থানার কুপোরিয়া গ্রামের গিরিশচন্দ্রের মেয়ে মঞ্জুশ্রী জোয়ারদার (৩৭) ও একই জেলার কুপোরিয়া গ্রামের বিনয় জোয়ারদারের মেয়ে দিঘি জোয়ারদার (১৪), বাগেরহাট জেলার পাতিলাখালী গ্রামের সঞ্জয় শিকদার মেয়ে অর্পিতা শিকদার (৩০) ও একই জেলার কচুয়া থানার শাখারগাজী গ্রামের শচীন্দ্রনাথ দাসের ছেলে অপু দাস (২০)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন চারজন নারী-পুরুষ অবৈধভাবে পাঁচভূলট সীমান্ত এলাকার একটি মাঠ দিয়ে ভারতে যাচ্ছে। এমন খবরে বিজিবির একটি দল ওই এলাকায় গোপনে অবস্থান নেয়। এ সময় ওই মাঠ দিয়ে ভারতের যাওয়ার সময় তিন জন নারী ও একজন পুরুষকে আটক করে বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, অবৈধভাবে পাঁচভূলট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ