খুলনা ব্যুরো: দেশব্যাপী হামলা ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে এবং দুর্বৃত্তদের আইনের আওতায় আনার দাবিতে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালন করছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
২৪ আগস্ট শনিবার দুপুর ১২টায় নগরীর শিববাড়ি মোড়ে সুজন খুলনা মহানগর ও জেলা কমিটি এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন কর্মসূচি চলাকালে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা সুজনের সম্পাদক অ্যাড. কুদরত ই খুদা। সুজন মহানগর কমিটির নেতা এস এম সোহরাব হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন ও অংশ নেন সুজনের বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, পেইভ-এ আঞ্চলিক সমন্বয়কারী নিজাম উর রহমান লালু, কেসিসির রাজস্ব কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, সুজন খালিশপুর থানা কমিটির সভাপতি ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, সম্পাদক খলিলুর রহমান সুমন, নাগরিক নেতা আঃ হালিম, অ্যাম্বাসেডর আশরাফ হোসেন, তাহেরুল আলম চৌধুরী, শেখ আইনুল হক, আফরোজা খানম, একুশের আলো খুলনার প্রধান মাহবুবুল হক, সুলতানা খুকু, এড. আরিফা খাতুন, এম রুহুল আমিন, খন্দকার খলিলুর রহমান ও রাবেয়া বসরিন তমা ।
সমাবেশে বক্তারা বলেন, এদেশে কিছু কুচক্রীমহল বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করছে। এরা দেশ ও জাতির শত্রু। এদের চিহ্নিত করে আইনের আওতায় আনাতে হবে। রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে।
বক্তারা আরও বলেন, দেশে জমা থাকা ৫৩ বছরের আবর্জনা দূর করা হোক। দুঃশাসনের যে সমস্ত আইন সংবিধানে পরিবর্তন আনা হয়েছে, তা পরিবর্তন করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সফলতা যেন কোন রকম বিনষ্ট না হয়, সে দিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। মানুষ তার বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। ফিরে পেয়েছে মত প্রকাশের স্বাধীনতা।
আগামী দিনের সকল বৈষম্য দূর করে সুশাসনের রাষ্ট্র হোক অর্ন্তবর্তীকালীন সরকারের নিকট সেই দাবি করেন সুজন নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available