• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১৩:৪৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১৩:৪৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী

৫ মে ২০২৪ সকাল ১১:০৮:১৪

সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটে সুন্দরবনের গহীনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট, নৌ-বাহিনী, কোস্টগার্ড ও বিমান বাহিনী কাজ শুরু করছে। ৫ মে রোববার সকাল ৯টা থেকে বনরক্ষী-ফায়ার সার্ভিসের পাশাপাশি এ কাজে যোগ দিয়েছে নৌবাহিনী, কোস্টগার্ড ও বিমান বাহিনীর একটি হেলিকপ্টার।  

৪ মে শনিবার দুপুরে স্থানীয় জেলেরা সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া টহল ফাঁড়ি সংলগ্ন বনাঞ্চলে আগুন দেখতে পায়। পরে খবর পেয়ে বন বিভাগ ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। তবে আলোর স্বল্পতা ও পানির উৎস দূরে হওয়ায় শনিবার আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানায়, আগুন সুন্দরবনের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। এলাকাটিতে বাঘ-হরিণসহ অন্যান্য বণ্য প্রাণীর বিচরণ বেশি বলেও জানান তারা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাটের উপ-পরিচালক মামুন আহমেদ জানান, সকালেই সুন্দরবনের আগুন নেভাতে তাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসেছে। এর মধ্যে মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলার তিনটি ইউনিট কাজ শুরু করেছে। বাকি দুটি ইউনিট স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেননি তারা। আগুন নিয়ন্ত্রণের পর এটি অনুসন্ধানে একটি কমিটি গঠন করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩