মসিউর ফিরোজ, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সুন্দরবনের পক্ষিচরে ফিশিং ট্রলার গ্রউন্ডিং হয়ে আটকে পড়া সাত জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
২৩ মার্চ রোববার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
উদ্ধাররা হলেন- রহিম হাওলাদার (৪২),এনাম ফকির (৪৫),শাহ আলম শিকদার (৪০),শহিদুল হাওলাদার (৪০), সালাম হাওলাদার (৪০), মোসা হাওলাদার (১৮) ও আজিজুল হাওলাদার (২০) সকলেই বাগেরহাটের শরণখোলা থানার বাসিন্দা।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, রোববার ভোর ৪টায় ‘এমভি মায়ের দোয়া’ নামক একটি ফিশিং ট্রলার সাগর থেকে মাছ আহরণ করে ফেরার পথে সুন্দরবনের কচিখালীর পক্ষিরচর এলাকায় ডুব চড়ে আটকে যায়। বিষয়টি জানতে পেরে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট কচিখালী থেকে ৪ সদস্যের একটি উদ্ধারকারী দল দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার অভিযান পরিচালনা করে ট্রলারে আটকে পড়া সাত জেলেকে নিরাপদে উদ্ধার করে বিসিজি আউটপোস্ট কচিখালীতে নিয়ে আসে।
আঘাতপ্রাপ্ত জেলেদের কোস্ট গার্ডের মেডিক্যাল টিম প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং বর্তমানে তারা সবাই সুস্থ রয়েছেন বলে জানান এই কর্মকর্তা।
তিনি আরও জানান, পরে উদ্ধারকৃত জেলেদের মালিকপক্ষের সমন্বয়ে অপর একটি ফিশিং বোটে হস্তান্তর করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড সমুদ্র ও নদী তীরবর্তী অঞ্চলে দুর্যোগ মোকাবেলা এবং জননিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available