• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৪৪:৩৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৪৪:৩৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

জটিলতা কাটিয়ে আবার ১৭৭ কোটি টাকার সেতু নির্মাণ কাজ শুরু

২৩ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:৪৪:৩৬

জটিলতা কাটিয়ে আবার ১৭৭ কোটি টাকার সেতু নির্মাণ কাজ শুরু

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রামে জমি মালিকদের বাঁধায় বন্ধ হওয়া প্রায় ১৭৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে। ২২ অক্টোবর রোববার থেকে আবারও শুরু হয়েছে সেতুর নির্মাণের কাজ।

গত ১৩ অক্টোবর ‘জমি অধিগ্রহণের জটিলতায় সেতু নির্মাণের কাজ বন্ধ’ এই শিরোনামে এশিয়ান টিভি অনলাইনে সংবাদ প্রকাশিত হয়।

এলজিইডি সুত্র জানা যায়, গত মঙ্গলবার স্থানীয় জমি মালিকদের সঙ্গে জনপ্রতিনিধি, এলজিইডি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা সভা অনুষ্ঠিত হয়। এতে আইনী প্রক্রিয়া শেষে জমি মালিকদের প্রাপ্য বুঝিয়ে দেয়ার শর্তে বাঁধা তুলে নেন স্থানীয়রা। অবশেষে ৪২ দিন পর আবারও কাজ শুরু হয়েছে।

তমা কনস্ট্রাকশনের প্রকল্প প্রকৌশলী মোহাম্মদ শরীফ জানান, জমি মালিকদের সঙ্গে আলোচনা করে তারা বাঁধা তুলে নেয়ায় আমরা আবার কাজ শুরু করেছি।

প্রকৌশলী সৈয়দ রেজাউল হক বলেন, জমি মালিকদের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের যৌক্তিক দাবি আইনী প্রক্রিয়ার মাধ্যমে পর্যায়ক্রমে প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। আমরা আবারও পুরোদমে নির্মাণ কাজ শুরু করেছি।

উল্লেখ্য, চলতি বছর জানুয়ারি মাসে কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সীমান্তবর্ত্তী মেঘনা নদীতে হাওরাঞ্চলের বারোমাস সড়ক যোগাযোগ স্থাপনে কিশোরগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ১৭৭ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ১ হাজার মিটার ‘বাঙ্গালপাড়া চাতলপাড় সেতু’ নির্মাণ শুরু করে। জমি অধিগ্রহণ জটিলতায় গত ৯ সেপ্টেম্বর স্থানীয়দের বাঁধায় কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩