খাগড়াছড়ি প্রতিনিধি: কোন দুস্কৃতিকারীকে ছাড় নয় উল্লেখ করে খাগড়াছড়ি সদর (৩০ বীর) জোন অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল বলেছেন, কোন প্রকার আশঙ্কা ছাড়াই সকল সম্প্রদায়ের মানুষের মেলবন্ধনে খাগড়াছড়িতে এবার অনুষ্ঠিত হবে দুর্গা পূজা। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।
৬ অক্টোবর রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত খাগড়াছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় পানখাইয়া পাড়া সড়কে ক্ষতিগ্রস্ত দোকানপাটসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখে জড়িতদের বিষয়ে কড়া বার্তা দিয়ে বলেন, লুটপাটকারী-চোরদের কোন জাত ও ধর্ম নেই। তাদের কাজ বিশৃঙ্খলা সৃষ্টি করে ফায়দা লুটা এবং সংঘাতে জড়ানোই তাদের লক্ষ। তাই সকলকে সচেতন থেকে একসাথে পাশাপাশি শান্তি-শৃঙ্খলা স্থিতিশীল রাখার আহ্বান জানান।
এতে খাগড়াছড়ির বিভিন্ন পূজা মণ্ডপের পুরোহিত, পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দরা নানা সংকট সমস্যার কথা তুলে ধরে সহায়তা কামনা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available