• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ রাত ০৯:০৪:১০ (22-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ রাত ০৯:০৪:১০ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গোপালপুরে সেনা সদস্যের বাড়িতে দুস্কৃতিকারীদের হামলা ও ৫ লাখ টাকা চাঁদা দাবি

৬ অক্টোবর ২০২৪ সকাল ১১:৪১:২২

গোপালপুরে সেনা সদস্যের বাড়িতে দুস্কৃতিকারীদের হামলা ও ৫ লাখ টাকা চাঁদা দাবি

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সেনা সদস্যের বসত বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। দুস্কৃতিকারীরা সেনা সদস্যের বসতবাড়িতে হামলা করে সেনা সদস্যকে আহত করে এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

৪ অক্টোবর শুক্রবার দুই দফায় উপজেলার ঝাওয়াল ইউনিয়নের রাজ গোলাবাড়ি গ্রামে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন সুমি খাতুন, নাজিম উদ্দিন ও সেনাবাহিনীর সার্জেন্ট আতিকুর রহমান আতিক। এ ঘনটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত শুকুর মাহমুদের দুই ছেলে সরকারিভাবে বন্দবস্ত জমি নেন।  ১৯৭৫-৭৬ সালে ৪৩ শতাংশ জমি নেন মৃত মজিবর রহমান তালুকদার ও ১৯৭৭-৭৮ সালে ৪১ শতাংশ জমি সরকারিভাবে বন্দবস্ত নেয় আবুল হোসেন তালুকদার। ২০০৭ সাল পর্যন্ত হালনাগাদ খারিজ আছে। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ থেকে ১ বছরের জন্য সরকারিভাবে কোন লিজ যাতে না দিতে পারে এরকম একটি রায় দেয় হাইকোর্ট। এরপর থেকে ওই পুকুর দখল করার চেষ্টা করে আপন ও এরশাদরা।

শুক্রবার সকালে আবুল হোসেন তালুকদার ওই পুকুরে মাছ ধরতে গেলে তাকে বাঁধা প্রদান করে ও ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। আপন ও এরশাদরা জোরপূর্বকভাবে মাছ ধরে হেমনগর আড়তে নিয়ে যায় বিক্রি করার জন্য। পরে পুলিশের খবর দিলে তারা উদ্ধার করে আবুল হোসেন তালুকদারদের কাছে ফেরত দেয়।

আহত সুমি খাতুন বলেন, আমার পেঁপে গাছ থেকে পেঁপে পেরে নিয়ে যাচ্ছি তখন আপন আমাকে অশ্লীল ভাষায় গালাগালি করে। পরে এক পর্যায়ে আমার হাত থেকে পেঁপে থাপ্পড় দিয়ে ফেলে দেয়। পরে আমাকে বাঁশ দিয়ে মারধর করে। আমাদের নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি তদন্দ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হোক।

আহত নাজিম উদ্দিন বলেন, আমরা পুকুরে মাছ ধরতে গেলে আপন ও এরশাদরা মাছ ধরতে বাঁধা দেয়। তারা আমাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তারা মাছ ধরতে দিবে না। এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। আপন ও এরশাদরা আমাদের বাড়িতে হামলা করে ও আমাদের লাঠিসোটা দিয়ে মারধর করে। এসময় আমিসহ তিনজন আহত হই।

সাবেক সেনাকর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, আমার চাচা আবুল হোসেন পুকুরে মাছ ধরতে গেলে দৃষ্কৃতকরীরা বাধা প্রদান করেন এবং চাদাঁ দাবি করেন। দেশীয় অস্ত্র দিয়ে শিপন, সজীব, সবুজ, শিল্পী, বেলাল, আপন সুরুজ, রহিম বাদশাহ ও জীবন বাড়িতে ভাংচুর করে ।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাপ মুক্তার আশরাফ উদ্দিন বলেন,  হেমনগর ফাঁড়ি এসআই লুৎফরকে তদন্দ কাজ দেয়া হয়েছে। তদন্দ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ