নীলফামারী প্রতিনিধি: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেছেন, দেশের অন্যতম ব্যস্ততম নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক অ্যভিয়েশন হাব তথা ইন্টারন্যাশনাল করণের যে কাজ থমকে ছিল তা আবার শুরু হয়েছে। ইতোমধ্যে বিমানবন্দরটি উন্নয়ন মহাপরিকল্পনা অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।
১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দরের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বেবিচক চেয়ারম্যান জানান, ছাত্র জনতা দেশ গড়ার সুযোগ এনে দিয়েছে। সে অনুযায়ী আমরা সকল কর্মকর্তা-কর্মচারী নিষ্ঠার সাথে কাজ করে দেশকে এগিয়ে নিচ্ছি।
তিনি আরও বলেন, সৈয়দপুর বিমানবন্দরটিকে রিজিওনাল হাব করা হবে। সে ধারাবাহিকতায় ভুটান, নেপাল ও ভারতের এয়ারলাইলন্সগুলো এ বিমানবন্দরটি ব্যবহারের সুযোগ পাবে। মহাপরিকল্পনা অনুযায়ী বর্তমান যে রানওয়ে রয়েছে এর পাশে নতুন একটি রানওয়ে নির্মাণ করা হবে। এর জন্য জমি অধিগ্রহণ কার্যক্রম শিগগিরিই শুরু করা হবে।
এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, সৈয়দপুর বিমানবন্দর থেকে মালামাল পরিবহনের জন্য কার্গো বিমান চলাচলের উদ্যোগ নেওয়া হচ্ছে। আর এ জন্য অবকাঠামো নির্মাণের পদক্ষেপ নিচ্ছি আমরা।
এর আগে বেবিচক চেয়ারম্যান সৈয়দপুর বিমানবন্দরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর সাথে কুশল বিনিময় করেন। এ সময় তার ছিলেন বেবিচক সদস্য এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট (এটিএম) এয়ার কমোডর একেএম জিয়াউল হক ও সদস্য (অর্থ) এস এম লাবলুর রহমান ও সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available