চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সাবেক যোগাযোগমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। ২৭ অক্টোবর শুক্রবার বাদ জুমা চৌহালী উপজেলার খাজা এনায়েতপুরী (রঃ) দরবার শরীফ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পূর্ব ইচ্ছানুযায়ী উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল হযরত খাজা শাহ্ সূফি ইউনুস আলী (রঃ) মাজার সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বলে দরবার শরীফ মসজিদের পেশ ইমাম মাও. আব্দুল আউয়াল নিশ্চিত করেছেন।
এর আগে দুপুর দুইটার দিকে মাজার শরীফ মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে দরবার শরীফের বর্তমান হুজুর পাক খাজা কামাল উদ্দিন নুহু মিয়াসহ হাজার হাজার মুসুল্লি অংশগ্রহণ করেন। এর আগে রাষ্ট্রীয় মর্যাদা গার্ডঅফ অনার প্রদান করা হয়। পরে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ হায়দার হোসেন, চৌহালীর ইউএনও মাহবুব হাসান, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু, সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি, থানার ওসি পঞ্চনন্দ সরকার ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
২৪ অক্টোবর মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দ আবুল হোসেন। তিনি হযরত খাজা এনায়েতপুরী (রঃ) দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন পীর খাজা কামাল উদ্দিন নুহু মিয়ার জামাতা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available