• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২৭:০৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২৭:০৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সেনাবাহিনীর সহযোগিতায় আলো জ্বললো অসহায় দুলু কুইল্যা চাকমার ঘরে

২০ মে ২০২৪ সকাল ১০:৫৮:৪৩

সেনাবাহিনীর সহযোগিতায় আলো জ্বললো অসহায় দুলু কুইল্যা চাকমার ঘরে

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: একই পরিবারে তিনজন বৃদ্ধা, দুজন প্রতিবন্ধীর জীবন চলছিল খুবই করুণ পরিস্থিতিতে।  দৈনন্দিন জীবন পরিচালনার জন্য খাদ্য বস্ত্র বাসস্থানের অভাবে দিশেহারা পরিবারটির পক্ষে কেরাসিন কিনে ঘরে আলো জ্বালানোর সামর্থ্যও নেই। তাই প্রতিদিন রাতে খড়কুটো দিয়ে ঘরে আগুন জ্বালিয়ে ঘরের অন্ধকার দূর করতে হতো পরিবারটির।

বিষয়টি জানতে পেরে অসহায় পরিবারটির পাশে দাঁড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন। লংগদু উপজেলার সদর ইউনিয়নের বড় আদম এলাকার দুলু কুইল্যা চাকমার ঘরে স্থায়ীভাবে আলো জ্বালানোর সিদ্ধান্ত নেয় লংগদু জোন।

এরই পরিপ্রেক্ষিতে লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া অসহায় দুলু কুইল্যা চাকমাকে একটি সোলার প্যানেল, একটি বারো ভোল্টের ব্যাটারিসহ আলো জ্বালাতে বাল্ব, তারসহ যাবতীয় কিছু এবং ফিটিংসের জন্য প্রয়োজীয় নগদ অর্থও প্রদান করেন।

সোলার প্যানেল হাতে পেয়ে দুলু কুইল্যা চাকমা বলেন, আলোর অভাবে এতদিন ধরে কষ্ট করে আসছি। আজ সেনাবাহিনীর দেওয়া সোলার প্যানেল দিয়ে নতুন করে আলোর মুখ দেখতে পাবো। এটা আমাদের শুধু স্বপ্ন ছিলো যে একটি সোলার প্যানেল ক্রয় করবো। আর সেই স্বপ্ন আজ বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পরিবারটি বাংলাদেশ সেনাবাহিনীর এমন প্রশংসনীয় কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

জোন অধিনায়ক লে.কর্নেল হিমেল মিয়া বলেন, সেনাবাহিনী সর্বদা দেশ ও জাতির কল্যাণে কাজ করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের মৌলিক চাহিদার বিষয়গুলোর প্রতি নজর রেখেও কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩