• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪৬:১৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪৬:১৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

প্রিয় প্রবাসী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের মা ও মেয়ের মৃত্যু

৩ জানুয়ারী ২০২৪ সকাল ০৮:১২:৫৭

সৌদিতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের মা ও মেয়ের মৃত্যু

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি প্রবাসী চট্টগ্রামের মা ও মেয়ে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহতরা হলেন, নুর জাহান (৪৭) ও তার কন্যা আমিরাহ জাহান (১৩)। নিহতদের বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান থানার নোয়াপাড়া এলাকায়।

নিহতরা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ নুরুল আলমের পরিবারের সদস্য। নিহত নুর জাহান ব্যবসায়ী নূরুল আলমের ছোটভাই আবু তাহেরের সহধর্মিণী ও তার কন্যা আমিরা। তারা স্বপরিবারে আবুধাবিতে বসবাস করেন।

জানা যায়,  নুরুল আলম তার পরিবারের ১৩ জন সদস্যসহ দু’টি গাড়ি নিয়ে সৌদি আরবে ওমরাহ করার জন্য আমিরাত থেকে রওনা দেন গত ৩১ ডিসেম্বর। সৌদি যাওয়ার পথে দুটি গাড়ির একটি গাড়ি চালাচ্ছিলেন নুরুল আলমের বড় মেয়ে রুপসা, যে গাড়িতে যাত্রী ছিলেন সাতজন। বিকাল ৫টার সময় রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে হঠাৎ রুপসার গাড়ির একটি চাকা খুলে যাওয়াতে নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক এই সড়ক দুর্ঘটনা ঘটে।

পরে আহতদের সবাইকে সৌদি আরবের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্হায় নুরুল আলমের ছোট ভাই আবু তাহের এর সহধর্মিণী নুর জাহান (৪৭) ও মেয়ে আমিরার (১৩) মৃত্যু হয়। আমিরাতের আবুধাবী শেখ খলিফা বিন যায়েদ ইসলামীয়া স্কুল ও কলেজের সপ্তম ক্লাসের ছাত্রী ছিলেন আমিরা।

২ জানুয়ারি মঙ্গলবার নুরুল আলম এর সাথে কমিউনিটি নেতা নাছির তালুকদারের সাথে সৌদিয়া টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি খবরটি নিশ্চিত করেন। সকল ধরনের আইনি পক্রিয়া সম্পন্ন হলে সৌদি আরবেই দুইজনকে দাফন করা হবে বলেও জানান তিনি। এই ব্যাপারে বাংলাদেশের সৌদি দূতাবাসের কর্মকর্তা মেহেদী হাসানের সাথেও যোগাযোগ হয়েছে বলে জানান তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩