সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলায় বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৭ ডিসেম্বর শনিবার বিকেলে কলেজের অধ্যক্ষ মাওলানা মো. নুরুল হুদার সভাপতিত্বে মাস্টার বকুল আলম মুন্না অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি ছিলেন, মানবতার ফেরিওয়ালা টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট রাজনীতিবিদ লায়ন সৈয়দ হারুন এম.জে.এফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভ্যালিনেক্স লিমিটেডের চেয়ারম্যান মো. সেকান্তার আলী মানিক, জে.এন্ড.জে ট্রেড ইন্টারন্যাশনালের জি.এম ও বিশিষ্ট রাজনীতিবিদ মামুনুর রসিদ পাটোয়ারি, কলেজের পরিচালনা পরর্ষদের সদস্য মো. শাহ জাহান, সদস্য মীর মোশারফ হোসেন মানিক প্রমুখ।
আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথীসহ অন্যান্য অতিথীবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available