চলনবিল প্রতিনিধি: রায়গঞ্জের চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অহিদুল ইসলাম চান্দাইকোনা বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়।
২৬ জানুয়ারি রোববার বেলা ৩টায় উপজেলার চান্দাইকোনা ইউপির চান্দাইকোনা বাসস্ট্যান্ড সোশ্যাল ইসলামী ব্যাংকের সামনে অটোভ্যান গাড়িতে ঢাকা বগুড়া মহাসড়কে রাস্তা পরাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা শাহ ফতেহ আলী পরিবহনের একটি দ্রুতগামী কোচ সজরে অটো-ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে অটো ভ্যানের চালকসহ ৪ জন ছিকটে পড়ে ঘটনাস্থলে স্কুল শিক্ষক অহিদুল ইসলাম নিহত হয়। অন্য ৩ আহতকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ সময় ঘাতক শাহ ফতেহ আলী পরিবহনের কোচটিকে ১ কিলোমিটার দূরে ফুট ভিলেজের সামনে দুমড়ে মুচড়ে যাওয়া ঝুলন্ত অটো ভ্যানসহ জনতা আটক করে। নিহত শিক্ষক বগুড়া জেলার শেরপুর উপজেলা সিমা বাড়ি ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের মৃত রমজান আলীর পুত্র অহিদুল ইসলাম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটি কুমরুল থানার হাইওয়ে পুলিশ বলেন, দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ঘাতক কোচটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available