রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ স্কয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ইনসেপ্টা কোম্পানির সাড়ে ৪ হাজার টাকা মূল্যের এস টি কে ইনজেকশনের দাম ধরা হয়েছে ১৫ হাজার টাকা।
১০ জানুয়ারি শুক্রবার দুপুরে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেছেন মো. মোমিন হোসেন নামের এক রোগীর স্ত্রী আকলিমা বেগম। বেসরকারি ওই চিকিৎসা কেন্দ্রটিতে ৩৬ ঘণ্টার কেবিন ভাড়া বাবদ সাড়ে ৭ হাজার টাকা এবং অক্সিজেন বাবদ ধরা হয়েছে ১৫ হাজার টাকা। সব মিলিয়ে ৩৬ ঘণ্টায় ৬০ হাজার ১৮৭ টাকার বিল ধরিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সৃষ্ট ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে।
এ ব্যাপারে আকলিমা জানান, উপজেলার পূর্ব ভাদুর কুড়ি ভুঁইয়া বাড়ি নিবাসী তার স্বামী মো. মোমিন হোসেন গত ৬ জানুয়ারি বুকে ব্যথা অনুভব করেন। স্থানীয় এক মহিলা তাসলিমা আক্তার নিজেকে রামগঞ্জ স্কয়ার হসপিটালের চেয়ারম্যান হাসেম পাটোয়ারীর আত্মীয় দাবি করে স্বল্প খরচে চিকিৎসা প্রদানের আশ্বাস দিয়ে তার স্বামী মো. মোমিন হোসেনকে ওই দিন দিবাগত ভোর ৩টায় শহরস্থ স্কয়ার হসপিটালে নিয়ে আসে। এরপর ওই হসপিটালের ৩১১নং কেবিনে ডা. মো. বিল্লাল হোসেনের তত্ত্বাবধানে তার চিকিৎসা প্রদান করা হয়। পরদিন ৭ জানুয়ারি রোগী সুস্থতাবোধ করলে বিকেল ৩টায় হসপিটাল কর্তৃপক্ষ ৬০ হাজার ১৮৭ টাকার বিল ধরিয়ে রোগীকে রিলিজ করে দেয়। বিল নিয়ে কর্তৃপক্ষের সাথে বাকবিতণ্ডা শুরু হলে রোগীর আত্মীয়-স্বজন বিষয়টি সাংবাদিকদের জানান।
এ বিষয়ে হসপিটালের চেয়ারম্যান হাসেম পাটোয়ারী জানান, যে বিল ধরা হয়েছে এ নিয়ে রোগীর পক্ষ থেকে আবদার করা হলে আমি ডিসকাউন্ট দেওয়ার ব্যবস্থা করতাম। এ সময় অতিরিক্ত বিল ধরার বিষয়ে তিনি জানান, এস টি কে ইনজেকশানটি সংগ্রহ করা দুরূহ ব্যাপার। তাছাড়া পুশ করাও কঠিন। তাই অতিরিক্ত ১০ হাজার টাকা ধরা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available