নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি মনে করি, স্টার্টআপে তোমরা যারা সফল হবে, তারাই আগামীতে দেশের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবে।
২৯ জুলাই শনিবার বেলা সাড়ে ১২টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
স্টার্টআপ নিয়ে তরুণদের উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, তরুণরা চাকরির পেছনে ঘুরবে কেন, তারা চাকরি দিবে। আমরা তাদের জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছি, যাতে উদ্যোক্তা হিসেবে তৈরি হয়।
তিনি আরও বলেন, আমাদের যুব সমাজকে মেধাবী। তাদের কর্মদক্ষতা আছে। আমরা তাদের দক্ষ জনশক্তি করে গড়ে তুলতে চেষ্টা করছি। এ খাতে যারা বিনিয়োগ করবে, সরকার তাদের সুরক্ষা দিবে।
রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, রাজনীতি করতে গেলে বাধা আসবে। তবে সেই বাধা অতিক্রম করেই কাজ করতে হয়। আমরা সেভাবেই কাজ করেছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available