মানিকগঞ্জ প্রতিনিধি: সারা দেশের ন্যায় মানিকগঞ্জেও সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসব শুরু হয়েছে।
১৬ এপ্রিল মঙ্গলবার ভোর থেকে কালিগঙ্গা নদীতে চলছে সনাতন ধর্মালম্বীদের অষ্টমী স্নান। মানিকগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে চলা কালিগঙ্গা নদীর বেউথা এলাকায় এই স্নানোৎসব শুরু হয়।
সারা দিন বিভিন্ন বয়সের নারী-পুরুষ পুণ্যার্থী পাপ মোচনের আশায় স্নান করবেন। স্নান সেরে ভক্তরা ঠাকুরের মন্দিরে প্রণাম করে সুখ, শান্তি, সমৃদ্ধি ও ঠাকুরের কৃপা লাভের জন্য প্রার্থনা করবেন।
পাপ মোচনের আশায় নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে এ স্নানে অংশ নিচ্ছেন সনাতন ধর্মালম্বী শত শত নারী-পুরুষ। দলে দলে ঢাক, ঢোল, শংখ, কাশি বাজিয়ে লাল নিশান উড়িয়ে ‘হরি বোল’ ধ্বনিতে এলাকা প্রকম্পিত করে স্নানোৎসবে অংশগ্রহণ করছেন তাঁরা।
এদিকে স্নানকে উপলক্ষ করে রাস্তার দু’পাশ জুড়ে নাড়ু-গজা, জিলাপি, মিষ্টির দোকান ছাড়াও নানা রকমের খাবারের পসরা নিয়ে বসেছেন দোকানিরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available