• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:০৭:৫৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:০৭:৫৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভারতে পাচারকালে দুই কোটি টাকার স্বর্ণসহ দুই যুবক আটক

৩০ মার্চ ২০২৪ সকাল ০৭:৫৫:১২

ভারতে পাচারকালে দুই কোটি টাকার স্বর্ণসহ দুই যুবক আটক

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত এলাকায় ভারতে পাচারের সময় ২০টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি। জব্দ করা ২০ পিস বারের মোট ওজন ২ কেজি ৩৩২ গ্রাম। এসব স্বর্ণের বর্তমান বাজার মূল্য ২ কোটি টাকার বেশি। 

২৯ মার্চ শুক্রবার রাতে জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। আটক স্বর্ণ চোরাকারবারিরা পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা গ্রামের বাসিন্দা আব্দুল ওহাব (৪২) ও মেহেদী হাসান পাপ্পু (২৬)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দুপুরে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা সীমান্তের নিকটবর্তী এলাকা দিয়ে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টাকালে ২০ টি স্বর্ণের বারসহ দুই যুবককে বর্ডার গার্ড বাংলাদেশ জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর সদস্যরা আটক করে।

জয়পুরহাট ২০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান ভুইয়া বলেন, শুক্রবার দুপুর পৌনে দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির উপ-অধিনায়ক মেজর আফিক হাসানের সমন্বয়ে হাটখোলা বিওপির টহল কমান্ডার নায়েক আতোয়ার রহমানের নেতৃত্বে পূর্ব উচনা মান্নানের মোড় নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আব্দুল ওহাব, মেহেদী হাসান পাপ্পু নামে দুই চোরাকারবারিকে ২০টি স্বর্ণের বারসহ আটক করা হয়।

তিনি আরও জানান, আটক চোরাকারবারিরা স্থানীয় এবং পূর্ব উচনা গ্রামের বাসিন্দা। এ সময় স্বর্ণের পাশাপাশি একটি মোটর সাইকেল দুইটি সিমকার্ডসহ দুইটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা ২০ পিস বারের মোট ওজন ২ কেজি ৩৩২ গ্রাম। এসব স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় ২ কোটি ২৯ লক্ষ ২১ হাজার ৬৪ টাকা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩