• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ দুপুর ০১:০২:২৯ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ দুপুর ০১:০২:২৯ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নওগাঁয় স্বর্ণ চুরির চক্রের ৩ সদস্য গ্রেফতার

১ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:০১:০০

নওগাঁয় স্বর্ণ চুরির চক্রের ৩ সদস্য গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে অভিনব কায়দায় স্বর্ণ চুরির সাথে জড়িত আন্তঃজেলা চোর চক্রের দুই মহিলাসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরি যাওয়া আড়াই ভরি স্বর্ণ ও স্বর্ণ বিক্রির টাকা এবং চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে।

১ জানুয়ারি বুধবার দুপুর দেড়টায় নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গাজিউর রহমান। গ্রেফতাররা হলেন- দিনাজপুর জেলার কতোয়ালী থানার তামলিপাড়া গ্রামের রমজান আলী (৪৬) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৩০) এবং কালিতলা গ্রামের মৃত মোতাহারুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম (৫৫)।

সংবাদ সম্মেলন গাজিউর রহমান বলেন- গত ২৬ ডিসেম্বর দুপুরে নওগাঁ মহাদেবপুর সদরে একটি জুয়েলার্স দোকান থেকে স্বর্ণ কেনার নামে কৌশলে ব্রেসলেট চুরি করে চোর চক্রের সদস্যরা। ঘটনায় থানায় মামলা করেন দোকান মালিক অনিমেষ চন্দ্র। মামলার পর চোরদের শনাক্তকরণ, গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধারে দোকানের সিসিটিভি ফুটেজ নিয়ে পুলিশ মাঠে নামে।

এরপর মঙ্গলবার রাতে প্রযুক্তির সহায়তায় দিনাজপুর জেলার কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা স্বর্ণ চোর দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া ব্রেসলেটসহ আরও দুইটি স্বর্ণের চেইন এবং একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। এছাড়া চোরাই স্বর্ণ বিক্রির ১ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা তদন্তের জন্য আসামিদের আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ