• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই মাঘ ১৪৩১ রাত ০২:৫১:১৬ (24-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই মাঘ ১৪৩১ রাত ০২:৫১:১৬ (24-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নারায়ণগঞ্জের সব দোকানিকে ভ্যাটের আওতায় আনার দাবি স্বর্ণ ব্যবসায়ীদের

২৩ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:৪৯:২২

নারায়ণগঞ্জের সব দোকানিকে ভ্যাটের আওতায় আনার দাবি স্বর্ণ ব্যবসায়ীদের

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জসহ ১৮টি জেলার গয়নার দোকানগুলোতে ভ্যাট মেশিন বা ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। রাজস্ব আদায় বাড়াতে জুয়েলার্স সমিতির কাছে জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা চেয়েছে এনবিআর। তবে ভ্যাট মেশিন বসানোর আগে সকল দোকানকে ভ্যাটের আওতায় আনতে হবে বলে মনে করছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ব্যবসায়ী নেতারা। প্রয়োজনে মাঠ পর্যায়ে এসে কাজ করতে হবে বলে মতামত তাদের।

২২ জানুয়ারি বুধবার ভ্যাট মেশিন বসানোর প্রসঙ্গে নারায়ণগঞ্জের বাঁশী কাছে এমনই মতামত ব্যক্ত করেন বাজুসের জেলা কমিটির সভাপতি মো. হানিফ উদ্দিন সেলিম।

তিনি বলেন, ‘শুধু নারায়ণগঞ্জে ১০০ এর নিচে এমন ব্যবসায়ী পাওয়া যাবে যারা ভ্যাট এবং অন্যান্য লাইসেন্সের ফি সরকারকে দিচ্ছে। তবে সমগ্র নারায়ণগঞ্জে ৫০০ এর বেশি স্বর্ণের দোকান আছে। এই ভ্যাট মেশিনটা দেওয়ার আগে আমরা বলেছিলাম মাঠ পর্যায়ে এসে সকল দোকানকে ভ্যাটের আওতায় আনতে হবে। তারপর মেশিনের ব্যবস্থাটা করলে সকলের জন্যই ভালো। তবে তারা সেটা না করে, যারা ভ্যাট দিচ্ছে তাদের উপর মেশিনটা চাপিয়ে দিচ্ছে। এটা করে দুই ধরনের ব্যবসায়ীদের মাঝখানে বৈষম্য তৈরি হচ্ছে। দেখা যায় যারা ভ্যাটের আওতায় আছে তারা সরকারকে ভ্যাটসহ ৫ রকমের ফি দিচ্ছে, অথচ তারা যারা ফি দিচ্ছে না প্রতি ভরি সোনা দশ হাজার টাকা কম বিক্রি করলেও তাদের লাভ বেশি হচ্ছে। এজন্য আমরা আহ্বান জানিয়েছিলাম যাতে আগে মাঠ পর্যায়ে এসো হলেও প্রতিটি জেলার সকল দোকানকে ভ্যাটের আওতায় আনা হোক। তারপর ভ্যাট মেশিনের ব্যবস্থা করা হোক। ব্যবসায়ীদের জন্য সরকার যে সিদ্ধান্ত নেবে সকল সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই।’

প্রসঙ্গত, জানুয়ারির শুরুতে জুয়েলার্স সমিতির নেতাদের সঙ্গে ইএফডি স্থাপন নিয়ে আলোচনা করে এনবিআর। সেখানে সমিতির নেতারা জুয়েলারি খাতে ভ্যাট, ব্যাগেজ রুল, সোনা আমদানিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সভায় ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, সাভার, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি এলাকার সব জুয়েলারি প্রতিষ্ঠানে ইএফডি মেশিন স্থাপন করা হবে বলে জানায় এনবিআরের কর্মকর্তারা। এ বিষয়ে পূর্ণাঙ্গ তালিকা চান এনবিআর। প্রয়োজনে একবারে দেওয়া সম্ভব না হলে আংশিকভাবে দেওয়ার অনুরোধ জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আবারও ২০ বিলিয়নের নিচে রিজার্ভ
২৩ জানুয়ারী ২০২৫ রাত ০৮:৩০:৫৫



কালিয়াকৈরে বৃদ্ধের মরদেহ উদ্ধার
২৩ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫৬:০৬



এবারের বিপিএলে প্রথম হারের স্বাদ পেলো রংপুর
২৩ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:২২:০৩


সিদ্ধিরগঞ্জে নারী-পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৩ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:০৪:১০

ফখরুলের বক্তব্যের কড়া জবাব দিলেন উপদেষ্টা নাহিদ
২৩ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৩৮:৩৫