• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:০০:০৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:০০:০৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

স্বাচিপে পকেট কমিটি গঠনের চেষ্টার প্রতিবাদে অবরোধ

২৩ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:৩৬:৩৬

স্বাচিপে পকেট কমিটি গঠনের চেষ্টার প্রতিবাদে অবরোধ

বরিশাল প্রতিনিধি: স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আসন্ন বরিশাল বিভাগীয় সম্মেলনে পকেট কমিটি গঠনের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন চিকিৎসকরা।

২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রা‌তে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও ছাত্রলীগের নেতারা এ বিক্ষোভ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাচিপের পকেট কমিটি মানি না স্লোগান দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা হল থেকে মিছিল শুরু করে। বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের সামনে আসেন। পরে তারা হাসপাতালের সামনের সড়কে অবস্থান নিয়ে স্বাচিপের সম্মেলন ও কমিটি নিয়ে বিভিন্ন স্লোগান দেন। সড়কে ২০ মিনিট অবস্থান করে কলেজের জরুরি বিভাগের সামনে এসে বিক্ষোভ মিছিল শেষ করেন। মিছিলে ৫০, ৬০ জন ইন্টার্ন চিকিৎসক এবং মেডিকেল ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ইমরান হোসাইন জানান, ৯৮ সালে স্বাচিপের বরিশালের কমিটি গঠন করা হয়েছে। এরপর থেকে কোনো কমিটি হয়নি। কমিটি গঠনের লক্ষ্যে আগামী ২৫ ফেব্রুয়ারি সম্মেলন আহ্বান করা হয়েছে। এ উদ্যোগের খবর জানতে পেরে আমরা উজ্জীবিত হয়েছি। কিন্তু শুনতে পাচ্ছি সম্মেলনের নামে পকেট কমিটি গঠন করা হবে। এতে বিএনপি-জামায়াতের লোকজনকেও রাখা হবে।

ডা. ইমরান বলেন, আমরা চাই ছাত্রলীগের সাবেক নেতাদের নিয়ে কমিটি গঠন করা হোক। যারা দুর্দিনে সংগঠনের হাল ধরেছিল।

ডা. আরিফুজ্জামান ব‌লেন, ২৬ বছর পর বরিশালে স্বা‌চি‌পের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হ‌য়ে‌ছে। তবে সেই ২৬ বছর আগে যারা কমিটিতে ছিল তারাই জামায়াত-বিএন‌পির লোকজন নি‌য়ে ছাত্রলীগের নেতা‌দের বঞ্চিত ক‌রে কমিটি গঠনের পাঁয়তারা করছে। এই ধরনের ঘটনা ঘটলে আমরা ক‌ঠোরতর আন্দোল‌নে যা‌ব।

স্বাচিপের বরিশাল জেলা কমিটির সভাপতি ডা. মু. কামরুল হাসান সেলিম সাংবাদিকদের জানান, আগামী ২৫ ফেব্রুয়ারি বরিশাল ক্লাব মিলনায়তনে স্বাচিপের বিভাগীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে স্বাচিপের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। সেখানে বিভাগের ৬ জেলা ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ইউনিট কমিটি গঠন নিয়ে আলোচনা হবে। কমিটি গঠন হবে কি, হবে না সেই সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতারা নেবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩