• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা ফাল্গুন ১৪৩১ রাত ০৩:৩১:১৬ (14-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১লা ফাল্গুন ১৪৩১ রাত ০৩:৩১:১৬ (14-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

৭ মাস বেতন বন্ধ, হতাশ খানসামার কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা

১৩ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৪৮:০৭

৭ মাস বেতন বন্ধ, হতাশ খানসামার কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দেশের গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিকের অনেক গুরুত্ব রয়েছে। অথচ গত সাত মাস ধরে দিনাজপুরের খানসামায় ১৯ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের (সিএইচসিপি/স্বাস্থ্যকর্মী) বেতন-ভাতা বন্ধ রয়েছে। কবে পাবেন তারও নেই কোনো নিশ্চয়তা। বেতন-ভাতা না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এই স্বাস্থ্যকর্মীরা। রমজানের আগে বেতন-ভাতা পরিশোধের জোর দাবি তুলেছেন তারা।

জানা গেছে, উপজেলার ৬টি ইউনিয়নে ১৯টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এতে সিএইচসিপি হিসেবে ১৯ জন কর্মরত আছেন। তারা গ্রামীণ পর্যায়ে অসহায় গরিবের চিকিৎসা, গর্ভবতী ও প্রসূতি, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, ইপিআই, কিশোর-কিশোরী ও নববিবাহিতদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন।

কিন্তু ২০২৪ সালের জুলাই মাস থেকে তাদের বেতন-ভাতা বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দ্রুত বেতন-ভাতা ছাড় দিয়ে সিএইচসিপিদের গতি ফিরিয়ে খানসামা উপজেলা এলাকার স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল কমিউনিটি ক্লিনিকগুলো বাঁচিয়ে রাখার দাবি জানান।

এ বিষয়ে আলোকঝাড়ি ইউনিয়নের ইউনিয়নের বাসুলী কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোজাম্মেল হক বলেন, গত ৭ মাস ধরে বেতন-ভাতা বন্ধ। এতদিন ধার-দেনা করে পরিবার ও ছেলেমেয়ের লেখাপড়ার খরচ জোগাতে হয়েছে। এখন ধারও দিচ্ছে না কেউ।

উপজেলার হোসেনপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো. আব্দুল মান্নান বলেন, জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে বর্তমান সময়ে আমাদের সামান্য বেতন দিয়ে খুব কষ্টে সংসার চালাই।

বাংলাদেশ কমিউনিটি হেলথকেয়ার প্রভাইডার (সিএইচসিপি) অ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি মোরশেদ হোসেন চৌধুরী বলেন, জেলার ৩১৫টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিদের একই অবস্থা। সংশ্লিষ্ট বিভাগের গাফিলতির কারণে আমরা গত সাত মাস ধরে বেতন-ভাতা পাচ্ছি না। চরম হতাশার মধ্যে মানবেতর জীবনযাপন করছি। কারণ এই চাকরির ওপর নির্ভর করে আমাদের সংসার চলে। দ্রুত বেতন ভাতা না দিলে পরিবার-পরিজন নিয়ে পথে বসতে হবে। রমজানের আগে আমাদের বেতন-ভাতা পরিশোধ করলে সরকারের নিকট কৃতজ্ঞ থাকব।

এ বিষয়ে খানসামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শফিকুল ইসলাম বলেন, সিএইচসিপিদের বেতন বন্ধ থাকায় আমরা ব্যথিত। এটি সারাদেশেই একই চিত্র। বিষয়টি দ্রুত সমাধানের জন্য সরকারের উচ্চ পর্যায় ও সংশ্লিষ্ট দপ্তরে নিয়মিত অবগত করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঈদ করেই দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া
১৩ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:০২:৫২






তেজগাঁও কলেজকে সরকারিকরণের দাবিতে সংবাদ সম্মেলন
১৩ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৫৪:০০