মানিকগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, খুবই শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। ভোটাররা খুবই স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছেন। ভোট দানে ভোটারদের মাঝে কোনো প্রকার প্রতিবন্ধকতা নেই।
৭ জানুয়ারি রোববার সকাল সাড়ে ১০টায় তার নিজ নির্বাচনী আসন মানিকগঞ্জ-৩ এর সদর উপজেলার গড়পাড়া মডেল স্কুল কেন্দ্রে ভোট প্রদান করে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভোটারদের উপস্থিতিও দেখার মতো। আমরা সার্বক্ষণিক নির্বাচনী এলাকার খোঁজ-খবর রাখছি। কোথাও কোনো প্রকার বিশৃঙ্খলার খবর পাইনি।
তিনি নিজে বিপুল ভোটে জয়যুক্ত হবেন এবং শেখ হাসিনা আবার প্রধান মন্ত্রী হবেন বলে প্রত্যাশা করেন স্বাস্থ্যমন্ত্রী।
উল্লেখ্য, মানিকগঞ্জ জেলার তিনটি আসনে ৬৫টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৫১৬টি। এর মধ্যে স্থায়ী কেন্দ্র ৫১১টি ও অস্থায়ী কেন্দ্র ৫টি। জেলায় মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৬০ হাজার ৪শ’ ৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৩১ হাজার ৮শ’ ৬৬, নারী ভোটার ৬ লাখ ২৮ হাজার ৫শ’ ৯৪ জন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available