স্টাফ রিপোর্টার, নাটোর: 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের করণীয়' শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ মে রোববার সকালে নাটোর সার্কিট হাউজ মিলনায়তনে এ সভার আয়োজন করে জেলা তথ্য অফিস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) এ.কে.এম আজিজুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা।
সভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় বিষয়ের উপর আলোকপাত করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক সোহেল রানা।
বক্তারা বলেন, জনগণকে সম্পৃক্ত করে স্মার্ট বাংলাদেশ গড়তে সরকার প্রযুক্তির উপর নির্ভর করছে। আগামীতে ডিভাইস ব্যবহার, ২০৩১ সালের মধ্যে শতভাগ ক্যাশলেস লেনদেন করার উদ্যোগ গ্রহণ এবং ২০৪১ সালের মধ্যে দরিদ্রতার হার শূন্যে নিয়ে আসবে সরকার। আগামীতে স্মার্ট বাংলাদেশের সকল নাগরিক হবে মানবিক মানুষ। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যায় ব্যক্ত করেন বক্তারা।
জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের প্রোগ্রামার আব্দুস সালাম, উপ-পরিচালক হেনা বিউটি প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available