স্টাফ রিপোর্টার, সাভার: সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে বিশ্বের ১১টি দেশের ১৩ জন আবাসিক প্রতিরক্ষা/মিলিটারি অ্যাটাচে শ্রদ্ধা নিবেদন করেছেন।
৪ ফেব্রুয়ারি রোববার সকাল ৯টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রতিরক্ষা গোয়েন্দা মহা পরিদপ্তর (ডিজিএফআই) এর মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তারা বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় অস্ট্রেলিয়ার লেফটেন্যান্ট কর্নেল জন ডেম্পস, চীনের কর্নেল ডু জিনশেং, ইন্দোনেশিয়ার ব্রিগেডিয়ার মনমীত সিং সাবারওয়াল এবং কর্নেল আজওয়ান আবদি, মিয়ানমারের ব্রিগেডিয়ার সোয়ে ন্যুন্ট, নেপালের ব্রিগেডিয়ার রোশান শুমসের রানা, প্যালেস্টাইনের কর্নেল মাহমুদ এম জে শারওনাহ, কর্নেল সের্গেই ভিক্টোরোভিচ এবং রাশিয়ার কর্নেল সের্গেই ভিক্টোরোভিচ ও কর্নেল লিয়েনভেনরিচ লিওনিয়েন।
এছাড়াও ছিলেন তুরস্কের কর্নেল এরদাল শাহিন, যুক্তরাজ্যের লেফটেন্যান্ট কর্নেল জন ক্রফোর্ড ম্যাকলেলান স্কটস, লেফটেন্যান্ট কর্নেল মাইকেল এরিক ডি মিচিই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর ইয়ান লিওনার্ড।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তারা একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available