নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা কর্মসূচির সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
৪ আগস্ট রোববার সকাল সাড়ে ১০টার দিকে নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গোল চত্বরে হাজারো আন্দোলনকারী শিক্ষার্থী জমায়েত হয়ে নবীনগর-কোম্পানীগঞ্জ, নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়ক অবরোধ করে। ফলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১২ টার দিকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে নবীনগর উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও আলীয়াবাদ গোল চত্বরে এসে জমায়েত হোন। নবীনগরের ইতিহাসে এই প্রথম এত বড় ছাত্র আন্দোলন করেছে শিক্ষার্থীরা।
মিছিলে স্কুল, কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার লোকজনের অংশগ্রহণ ছিলো।
নবীনগর থানার সামনে পুলিশ ছিলো সতর্ক অবস্থায়। থানার সামনে দিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় মিছিল থেকে পুলিশকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়ে পুলিশের উপর পানির বোতল ছুড়তে থাকে আন্দোলনকারীরা।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজুল ইসলাম( নবীনগর সার্কেল) হ্যান্ড মাইকের মাধ্যমে আহ্বান জানান, শিক্ষার্থীরা যেন শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেন। পরে মিছিলকারীরা তাদের মিছিল নিয়ে চলে যায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available