কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় মাওলানা জয়নাল আবদীন প্রকাশ ছোট হুজুর (৫৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
নিহত স্কুল শিক্ষক জগন্নাথদীঘি ইউনিয়নের মধ্যম সাহাপুর গ্রামের মৃত মাওলানা আব্দুর রহমানের ছেলে। তিনি সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
১৩ অক্টোবর রোববার সন্ধ্যায় উপজেলার জগন্নাথদিঘী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকির বাজার রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে। সোমবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেন নিহতের ভাগিনা আব্দুল জব্বার।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। সোমবার বিকালে জানাযা শেষে উনাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নিহতের ভাগিনা আব্দুল জব্বার বলেন, আমরা সাহাপুর গ্রামে মাদ্রাসা মসজিদে একসাথে মাগরিবের নামাজ আদায় করে ফকির বাজারের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে রাস্তা পার হওয়ার সময় দক্ষিণ দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল আমার মামা মাওলানা জয়নাল আবদীনকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় উনার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় উনাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রিফাতুল হক তাজবি জানান, গুরুতর আহত স্কুল শিক্ষক মাওলানা জয়নাল আবদীনকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, লোক মারফত দুর্ঘটনার খবর শুনেছি। যোগাযোগ করে এ বিষয়ে আর কোনো তথ্য পাইনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available