• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৩৫:৪৬ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৩৫:৪৬ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মেহেরপুরে ‌মাইক্রোবাসের ধাক্কায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

১ এপ্রিল ২০২৫ সকাল ০৯:১১:০১

মেহেরপুরে ‌মাইক্রোবাসের ধাক্কায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে বেপরোয়া গতির ‌মাইক্রোবাসের ধাক্কায় ব্যাংক কর্মকর্তাসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাস চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

৩১ মার্চ সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ব্রাক অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের হাসানুজ্জামানের ছেলে ব্যাংক কর্মকর্তা আখতারুজ্জামান (২৫) ও গাংনী উপজেলার ধানখোলা গ্রামের আলী হোসেনের ছেলে জুবায়ের হোসেন (১১)।

আহতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে আল ইমরান, মাইক্রোবাস চালক সাজ্জাদ হোসেন পলাশ এবং নিহত জুবায়ের হোসেনের বাবা আলী হোসেন।

স্থানীয়রা জানায়, নিজস্ব মাইক্রোবাস নিয়ে সাজ্জাদ হোসেন পলাশ আমঝুপিতে থেকে মেহেরপুরের দিকে ফিরছিলেন। অপরদিকে, অপরদিকে ব্যাংক কর্মকর্তা আখতারুজ্জামান মোটরসাইকেল নিয়ে এবং ভ্যানচালক আলী হোসেন তার পরিবারের লোকজন নিয়ে আমঝুপির দিকে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি বিপরীত দিকে আসা ভ্যানকে ধাক্কা দেওয়ার পরে মোটরসাইকেলটিকেও ধাক্কা দেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রোড সাইনে ধাক্কা দিলে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়।

তারা আরও জানায়, মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে ব্যাংক কর্মকর্তা আখতারুজ্জামান মারা যান। এ ছাড়া অবস্থার অবনতি হওয়ায় আল ইমরান ও জুবাইয়ের হাসানকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। রাজশাহীতে নেওয়ার পথে সন্ধ্যার দিকে শিশু জুবায়ের হোসেন মারা যায়।

এ বিষয়ে জানতে হতাহতদের সাথে কথা বলতে চাইলে অসুস্থ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দিন জানান, মাইক্রোবাস চালক সাজ্জাদ হোসেন পলাশের লাইসেন্স গাড়িতে ছিল না। এছাড়া গাড়ির ফিটনেসসহ অন্যান্য বিষয়ে ত্রুটি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দিলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যাংককে ড. ইউনূস-মোদির বৈঠক
২ এপ্রিল ২০২৫ রাত ০৮:৩৫:৫৭