• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ বিকাল ০৪:৩৭:০২ (22-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ বিকাল ০৪:৩৭:০২ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

১০ অক্টোবর ২০২৪ সকাল ০৮:০৪:৩৬

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এঘটনায় একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

৯ অক্টোবর বুধবার বিকালে সদর উপজেলার কচুকাটা ব্রিজ, দুপুরে ডোমারের জালালের‌ মোড় এলাকা, রাতে সৈয়দপুর ও সদরের পাঁচমাথা মোড় এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জলঢাকা উপজেলার রাজারহাট এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন( ৬৫), দিনাজপুর বিরামপুর কুশাখানি এলাকার মঞ্জুরুল ইসলামের স্ত্রী রোজিনা বেগম (৪৫), সৈয়দপুর ধলাগাছ এলাকার বাবলু মিয়ার স্ত্রী রাহেনা বেগম( ৬০) ও আরেক জনের এখনো নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নিহত দেলোয়ার হোসেন সদরের কচুকাটা ব্রিজ পাড় হচ্ছিলেন। এসময়ে অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে দুপুরে ব্যাটারি চালিত ইজিবাইকে স্বামীসহ ডিমলা উপজেলার কলোনি ভাটিয়াপাড়ায় আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন রোজিনা বেগম। ডোমারের জালালের‌ মোড় নামক স্থানে পৌঁছালে ট্রাক অটো মুখোমুখি সংঘর্ষে তিনি ও তার স্বামী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রোজিনা বেগমকে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। তার স্বামী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রাত ৯টার দিকে সৈয়দপুর দিনাজপুর রোডের মতির মোড় এলাকা পিক-আপ ও নীলফামারী সদরের পাঁচমাথা মোড় এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। 

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, বিকালে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অপরদিকে রাতে পাঁচমাথা মোড় এলাকায় একজনের মৃত্যু হয়েছে এখনো তার পরিচয় পাওয়া যায়নি। 

ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)  আরিফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক এবং হেলপার পালিয়ে যায়।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ফকিরহাট ভোররাতে গনি মঞ্জিলে চুরি
২২ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:২০:১৮


খাগড়াছড়িতে নিরাপদ সড়ক দিবস পালিত
২২ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:১৫:০৫