মৌলভীবাজার প্রতিনিধি: ৩৬০ আউলিয়ার অন্যতম হজরত সৈয়দ শাহ্ মোস্তফা বোগদাদী শের সওয়ার চাবুকমার হাসানী ওয়াল হোসাইনী মাহবুবে এলাহি (র.)-এর ৬৮৪তম ওরস মোবারক আজ ১৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে। প্রতি বছর বাংলা সনের ১ মাঘ থেকে এই ওরস শুরু হয়।
১৪ জানুয়ারি মঙ্গলবার বাদ আসর মিলাদ মাহফিল, গরু জবেহ্ ও বাদ এশা জিকির আজকার অনুষ্ঠিত হবে দরগাহ প্রাঙ্গণে। পরদিন বুধবার ১৫ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় মাজারে গিলাফ চড়ানো, জিকির আজগার, বাদজোহর মিলাদ- মাহফিল এবং বাদ এশা আখেরি মোনাজাত ও শিরনি বিতরণের মাধ্যমে দুই দিনব্যাপী ওরসের কার্যক্রম শেষ হবে।
হজরত সৈয়দ শাহ্ মোস্তফা (র.) ৬৮৪তম উরস উদ্যাপন পরিষদের সদস্য সচিব জাকির হোসেন (উজ্জ্বল) বলেন, মাজারে ওরস উপলক্ষ্যে কোন ধরনের অপকম্য-গান-বাজনা হয় না। এখানে জিকির আজগার, মিলাদ মাহফিল হয়। সুশৃঙ্খলভাবে ওরস সম্পন্ন করতে প্রশাসন, ভক্ত ও আশেকানসহ সর্ব স্তরের মানুষের সহযোগিতা চান।
প্রতি বছরই ওরসকে ঘিরে শহরের শাহ্ মোস্তফা সড়কসহ আশপাশের প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে মেলায় দোকান বসে। বিরাজ করে উৎসবের আমেজ। মেলায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি কুটির শিল্প সামগ্রী শিশুদের নানা ধরনের খেলনা ও খাবারের দোকান বসে।
ওরস ও মেলাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভক্ত, অনুরাগীরা ও মেলায় আসা দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রশাসন ও মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে মাজার প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে মেলায় নানা সামগ্রী নিয়ে দোকানিরা পসরা সাজিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available