• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৫৮:৪১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৫৮:৪১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নাটোরে যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

৩০ অক্টোবর ২০২৪ দুপুর ০১:৫৯:৫১

নাটোরে যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নাটোর প্রতিনিধি: নাটোরে যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

৩০ অক্টোবর বুধবার নাটোর জেলা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ শরিফ উদ্দিন এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তি গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর বাবলাতলা গ্রামের তসলিম উদ্দিনের পুত্র মোহাম্মদ শাহজামাল ২৫।

মামলা সূত্রে জানা যায়, গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর বাবলাতলা গ্রামের নজরুল ইসলামের চতুর্থ কন্যা শিউলি বেগমের (২০) সঙ্গে শাহজামালের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সময় নজরুল ইসলাম পনেরো টাকা যৌতুকের মধ্যে দশ হাজার টাকা পরিশোধ করেন। বাকি পাঁচ হাজার টাকার জন্য নানা সময় শিউলি বেগমকে নির্যাতন শুরু করে শাহজামাল এবং তার পরিবার।

এরই ধারাবাহিকতায় ২০১১ সালের ১ জানুয়ারি শাহজামাল স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটির এক পর্যায়ে ত্রিশূল বেগমের গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে।

এ বিষয়ে শিউলির বাবা নজরুল ইসলাম বাদী হয়ে গুরুদাসপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে । পরে মামলাটির শুনানি শেষে বিচারক শাহ জামালকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার রায় ঘোষণা করেন। এই জরিমানার টাকা নিহত  শিউলি বেগমের বাবা নজরুল ইসলামকে প্রদানের রায় দেওয়া হয়। নাটোর জজ কোর্টের পিপি রুহুল আমিন তালুকদার টগর এই মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩