• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৪১:৪৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৪১:৪৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বদরগঞ্জে জাতীয় পার্টির সভাপতিকে হত্যার হুমকি, থানায় জিডি

৬ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:১০:০৩

বদরগঞ্জে জাতীয় পার্টির সভাপতিকে হত্যার হুমকি, থানায় জিডি

রংপুর ব্যুরো: ৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রংপুরের বদরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক মোফাজ্জল হোসেন সরদারকে হত্যার হুমকি দিয়ে একটি চিঠি দিয়েছে অজ্ঞাতরা। এ ঘটনায় বদরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

৬ ডিসেম্বর বুধবার সকালে মোফাজ্জল হোসেন সরদার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলতি মাসের ৪ ডিসেম্বর সকালে একটি উড়ো চিঠি আমার বাড়ির উঠোনে পাওয়া যায়। সেই চিঠিতে লেখা ছিল ৫ তারিখের মধ্যে ৫০ লাখ টাকা চাঁদা না দিলে আমাকে হত্যা করা হবে। এ সময় চিঠিটি পেয়েও আমি তেমন কোনো গুরুত্ব দেইনি। কিন্তু গতকাল ৫ ডিসেম্বর সকাল ৭টার দিকে আমি বাড়ি থেকে বের হওয়ার সময় দরজার সামনে দেখতে পাই একটি চিঠি পড়ে আছে। চিঠিটি হাতে নিয়ে পড়ে দেখি সেখানে আবারও ৫০ লাখ টাকা চাঁদা দাবির কথা বলা হয়েছে। না পেলে আমাকে তারা হত্যা করবে। তখন আমি চিন্তিত হয়ে পড়ি। পরে বিষয়টি দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা করে রাতের বেলা বদরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

বুধবার সকালে থানা থেকে পুলিশ এসে বিষয়টি তদন্ত করে এবং তারা বক্তব্য রেকর্ড করেছে বলে জানান তিনি।

মোফাজ্জল হোসেন সরদার আরও বলেন, বিষয়টি নিয়ে আমিসহ আমার পরিবার উদ্বিগ্ন। আমি চাই সঠিক তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক।

বদরগঞ্জ উপজেলার জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আলী বলেন, সভাপতিকে এভাবে কেউ হত্যার হুমকি দিবে, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা বিষয়টি প্রশাসনের হাতে ছেড়ে দিলেও রাজনৈতিকভাবে এর মোকাবিলা করবো।

এ বিষয়ের রংপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক আনিসুল ইসলাম মন্ডল বলেন, বিষয়টা আমি শুনেছি। আমরা এই বিষয়ে আলোচনা করে কি করা যায় সিদ্ধান্ত নিয়ে জানাবো।

তবে বিষয়টি ছোট করে দেখার মতো নয় বলে তিনি মন্তব্য করেন।

এ ব্যাপারে বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ জানান, জাতীয় পার্টির সভাপতি মোফাজ্জল হোসেন সরদারকে হত্যার হুমকি দিয়ে একটি চিঠির বিষয়ে বদরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে গভীরভাবে তদন্ত করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩