নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে পূর্ব শত্রুতার জের ধরে হানিফ মিয়া (৩৫) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১ অক্টোবর মঙ্গলবরা দুপুর আড়াইটার দিকে প্রকাশ্য দিবালোকে কাউরিয়া পাড়া পৌর ঈদগাহের গেটের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ, ডিবি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত হানিফের নামে হত্যা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। নিহত হানিফ চৌয়ালা এলাকার কালাম মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতা, পারিবারিক বিরোধ ও ব্যবসা সংক্রান্ত বিরোধ হয় নিহত হানিফের মামা হাবু মিয়ার সাথে। এরই জের ধরে গত দেড় মাস পূর্বে নিহত হানিফের মামা হাবু মিয়াকে কুপিয়ে হত্যা করে নিহত হানিফের ছোট বাবু। ওই ঘটনায় নিহত হানিফ ও তার ভাই বাবুর নামে হত্যা মামলা দায়ের করা হয়েছিল।
আজ নিহত হানিফের চাচাতো ভাই ফিরোজ মারা যায়। সে তার চাচাতো ভাইয়ের জানাজায় অংশ নেয়। জানাজা শেষে ঈদগাহ গেটের সামনে বের হলে প্রকাশ্য দিবালোকে তাকে রাস্তায় ফেলে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা চলে যায়। খবর পেয়ে পুলিশ, ডিবি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
নিহতের খালাতো ভাই কাউছার মিয়া জানায়, গত দেড় মাস পূর্বে তার মামা হাবু মিয়াকে কুপিয়ে হত্যা করে নিহত হানিফের ছোট ভাই বাবু। ওই সময় হাবুর ছেলে নাইম ও নাদিম তার বাবাকে কবর দেওয়ার সময় প্রতিজ্ঞা করেছিল ৪০ দিনের ভেতরে বাবার হত্যাকারীকে খুন করবে বিচার করবে। আমরা ধারণা করছি, আজকে নাইম ও নাদিমরাই হানিফকে খুন করেছে।
নরসিংদী গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এস এম কামরুজ্জামান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। এ বিষয়ে তদন্ত ও খোঁজ খবর নেওয়া হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available