নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মো. সাব্বির (২০) নামে এক তরুণকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করে আরো মামলা দায়ের করা হয়েছে। এতে ১৫৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
গত ২৬ ডিসেম্বর নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মহসিনের আদালতে মামলাটি (নং ৩২৮/২৪) দায়ের করেন সাব্বির। আদালত মামলাটি আমলে নিয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জকে এফআইআর হিসেবে গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মামলার বাদী নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া গোবিন্দপুর এলাকার বাসিন্দা। আদালতের নির্দেশ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা ৫ জানুয়ারি রোববার রাতে ভুক্তভোগী তরুণ মো. সাব্বিরের মামলাটি গ্রহণ করেন। মামলায় ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, মেহেরপুর, বাঘেরহাট, মাদারীপুর, গোপালগঞ্জ, বি-বাড়িয়া, জামালপুর, সাতক্ষীরা, রাজশাহীসহ ১১ জেলার লোকজনকে আসামি করা হয়েছে।
এ মামলায় শামীম ওসমান ছাড়াও তার ছেলে অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমেরি ওসমান (৪৫), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মতিউর রহমান মতি, মেহেরপুর গাংনী পৌরসভার সাবেক মেয়র মো. আহমেদ আলীসহ ১৫৬ জনকে আসামি করা হয়েছে।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, বাদী মো. সাব্বিরকে গত বছরের ২৫ জুলাই দুপুর ২টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল চিটাগাংরোড এলাকায় শান্তিপূর্ণ মিছিল চলাকালীন রিভলভার, পিস্তল, কাটা রাইফেল, হকিস্টিক, চাইনিজ কুড়াল, লোহার রড নিয়া সজ্জিত হইয়া ১ থেকে ১৫নং আসামিদের নির্দেশে ১৬ থেকে ৬৫নং আসামিদের অর্থায়নে ও ৬৬ থেকে ৮০নং আসামিদের পরিকল্পনা মোতাবেক বাদীকে অনবরত গুলি করলে বাদী মাটিতে লুটিয়ে পড়ে।
৩০নং ও ৩১নং আসামি বাদীর পিঠে আরো গুলি করে। সকল আসামিসহ অজ্ঞাতনামা আসামিগণ বাদীকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, রিভলভার, পিস্তল, কাটা রাইফেল, হকিস্টিক, চাইনিজ কুড়াল, লোহার রড দিয়া বাইরাইয়া গুরুতর রক্তাক্ত জখম করিয়া, ককটেল বিস্ফোরণ ঘটাইয়া এবং অনবরত গুলি বর্ষণ করিয়া ঘটনাস্থল ত্যাগ করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে দীর্ঘদিন চিকিৎসা শেষে সুস্থ হইয়া মামলা দায়েরে বিলম্ব হয় বলে মামলায় উল্লেখ্য করা হয়।
এ বিষয়ে সোমবার সন্ধ্যায় মামলা দায়ের এই বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম। তিনি জানান, গত ২৬ ডিসেম্বর বাদী মামলাটির আবেদন আদালতে করেছিলেন। পরবর্তীতে আদালত মামলাটি গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানাকে নির্দেশ দেন। আদালতের নির্দেশে থানায় মামলাটি দায়ের করেছেন বাদী মোহাম্মদ সাব্বির।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available