• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই মাঘ ১৪৩১ রাত ০৩:২৮:৫১ (24-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই মাঘ ১৪৩১ রাত ০৩:২৮:৫১ (24-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিদ্ধিরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি ওবায়দুল কাদেরসহ ১ হাজার ৭৭

৮ জানুয়ারী ২০২৫ সকাল ১০:৫৮:৩৫

সিদ্ধিরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি ওবায়দুল কাদেরসহ ১ হাজার ৭৭

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টার ঘটনায় আদালতের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানায় আরো তিন মামলা দায়ের করা হয়েছে। পৃথক তিনটি মামলায় এজাহারনামীয় ও অজ্ঞাতসহ মোট আসামি ১ হাজার ৭৭ জন। তিনটি মামলার মধ্যে একটিতে আসামি করা হয়েছে শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাময়া ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালকে। এছাড়াও একটি মামলাতে আসামি করা হয়েছে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকনকে। দুটি মামলতে নারায়ণগঞ্জ-৪ এর সাবেক সাংসদ শামীম ওসমানকে প্রধান আসামি করা হয়েছে।।

জানা যায়, গত ২৬ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত মো. সাব্বির (২০) বাদী হয়ে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূল মহসীনের আদালতে শামীম ওসমান, নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, শামীম ওসমানের ছেলে ওয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকনসহ ১৫৬ জনের নামে হত্যা চেষ্টার মামলার আবেদন করেন। তার প্রেক্ষিতে আদালত সিদ্ধিরগঞ্জ থানাকে সার্বিক বিবেচনায় আবেদনটি এফ.আই.আর হিসেবে গণ্য করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। পরে ২ জানুয়ারি মামলাটি সিদ্ধিরগঞ্জ থানায় এফ.আই.আর হিসেবে নথিভুক্ত হয়।

এদিকে বাদীদের আরো দুটি আবেদনের প্রেক্ষিতে আদালত সিদ্ধিরগঞ্জ থানাকে মামলা রুজুর নির্দেশ দিয়েছেন। তার মধ্যে একটি মামলার বাদী মো. আবুল হোসেন তালুকদার (৪৬)। এই মামলাটিতে প্রধান আসামি করা হয় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ শামীম ওসমানকে। এছাড়াও শামীম ওসমানের ভাই নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ ও ব্যবসায়ীদের সংগঠন বিএকএমইএর সাবেক সভাপতি সেলিম ওসমানকেও আসামি করা হয়। তাছাড়া শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ এজাহার নামীয় মোট আসামি ৫৩ জন।

এছাড়াও অজ্ঞাত আরো ৩শ জনকে আসামি করা হয় মামলাটিতে। অপর আরেকটি মামলার বাদী মো. আলহাজ। মামলাটিতে এজাহারনামীয় আসামির সংখ্যা ২৬৮ জন। এছাড়াও অজ্ঞাত আরো ৩শ জনকে আসামি করা হয়েছে। এই মামলার প্রধান আসামি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ রেহেনা, সজিব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুলকে আসামি করা হয়েছে। মামলাগুলোতে নারায়ণগঞ্জের ব্যক্তিরা ছাড়াও ঢাকা, মাদারীপুর, সাতক্ষীরা, গোপালগঞ্জ, রাজশাহী, ঝালকাঠি, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর এবং কুমিল্লার বাসিন্দাদেরকেও আসামি করা হয়েছে।

মামলাগুলোর সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর জানান, আদালতের নির্দেশে গত ২ জানুয়ারি ১৫৬ জনের নামে হত্যা চেষ্টার ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। বাদীদের আরো দুটি আবেদনের প্রেক্ষিতে আদালত মামলা রুজু করার নির্দেশ দিয়েছেন। একটি মামলার আসামি ২৬৮ জন এবং আরেকটির ৫৩ জন। মামলাগুলোতে অজ্ঞাত হিসেবে ৩শ জন করে ৬ জনকে আসামি করা হয়েছে। সেই দুটি আবেদনও মামলা হিসেবে রুজু করার কার্যক্রম পক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আবারও ২০ বিলিয়নের নিচে রিজার্ভ
২৩ জানুয়ারী ২০২৫ রাত ০৮:৩০:৫৫



কালিয়াকৈরে বৃদ্ধের মরদেহ উদ্ধার
২৩ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫৬:০৬



এবারের বিপিএলে প্রথম হারের স্বাদ পেলো রংপুর
২৩ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:২২:০৩


সিদ্ধিরগঞ্জে নারী-পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৩ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:০৪:১০

ফখরুলের বক্তব্যের কড়া জবাব দিলেন উপদেষ্টা নাহিদ
২৩ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৩৮:৩৫