• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৮:২০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৮:২০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

লালমনিরহাটে অর্থপাচার ও হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

১২ নভেম্বর ২০২৪ সকাল ০৯:২৪:১৬

লালমনিরহাটে অর্থপাচার ও হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি: অর্থ পাচার ও হত্যাসহ বিভিন্ন মামলায় লালমনিরহাটের বহুল আলোচিত আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন খান ওরফে সুমন খানকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

১১ নভেম্বর সোমবার রাত সাড়ে ১০টার দিকে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা সড়ক সেতু টোল প্লাজা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

সাখাওয়াত হোসেন সুমন খান লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা শহরের কালীবাড়ি মাস্টারপাড়া এলাকার মৃত বাচ্চু খানের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, জমি দখল, হুন্ডি ব্যবসা, চোরাচালান, টেন্ডারবাজিসহ অসংখ্য অভিযোগে ঢাকা ৬টি এবং লালমনিরহাটের সদর থানার ১০টি মামলার পলাতক আসামী ছিলেন আওয়ামী লীগের এ নেতা।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, সদর থানায় মানি লন্ডারিংয়ের একটি, দ্রুত বিচার আইনে দুটি, বিভিন্ন অভিযোগে আরও ৮টি এবং ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ ৬টি ও রংপুরের একটি হত্যা মামলায় পলাতক আসামী ছিলেন সাখাওয়াত হোসেন সুমন খাঁন। সোমবার রাতে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসএন পরিবহনের একটি স্লিপার নৈশ্যকোচে ঢাকা যাচ্ছিলেন সুমন খাঁন। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ তিস্তা সড়ক সেতু টোল প্লাজায় অভিযান চালিয়ে বাসটি আটক করে। পরে বাসে তল্লাশি চালিয়ে সাখাওয়াত হোসেন সুমন খানকে গ্রেফতার করা হয়। এ সময় রাজু মিয়া নামের তার এক সহযোগীকেও আটক করে পুলিশ।

লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) একেএম ফজলুল হক সাংবাদিকদের বলেন, আমাদের থানার মামলাসমূহের জন্য আদালতে তাকে রিমান্ডের আবেদন করা হবে। দেশের অন্যসব থানায় গ্রেফতারের বার্তা পাঠানো হবে। তারাও রিমান্ড চাইতে পারবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২