নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে আলোচিত হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সেলিম ভূঁইয়া হত্যা মামলার এজহারভুক্ত আসামি আহসান উল্লাহর এসপি অফিসে তোলা সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুমিল্লা এসপি অফিস কার্যালয়ে এ ঘটনা ঘটে। হত্যা মামলার আসামি কীভাবে এসপি অফিসে প্রবেশ করে ছবি তুলে ফেসবুকে আপলোড দেয় তা নিয়ে নানা মন্তব্য নেটিজেনদের। আবার কেউ কেউ পুলিশের দুর্বলতার কথাও লিখছেন।
খোঁজ নিয়ে জানা যায়, সদ্য ঘোষিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহাম্মদ খাঁনের সাথে সৌজন্যে সাক্ষাৎ করতে গেলে সেখানে সেলিম ভূঁইয়ার হত্যা মামলার এজহারভুক্ত ১২নং আসামি উপজেলার পেরিয়া ইউপির মাধবপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আহসান উল্লাহ সেলফি তুলে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। এতে মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ভাইরাল হয়। ছবির স্ক্রিনশট নিয়ে বিভিন্ন আইডি থেকে শেয়ার করলে আহসান উল্লাহ তার আইডি থেকে ছবিটি সরিয়ে নেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, আহসান উল্লাহ হত্যা মামলার আসামি আমরা জানতাম না, ভবিষ্যতে সতর্ক থাকবো।
কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহাম্মদ খাঁন বলেন, আমি তাকে চিনি না। নাঙ্গলকোটের হত্যা মামলার আসামি হলে তাকে গ্রেফতার করা হবে।
উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়ার নেতাকর্মীরা উপজেলার বাসন্ডা গ্রামের হায়াতুন নবীর বাড়ি থেকে দাওয়াত খেয়ে পেরিয়া ইউনিয়নের কাকৈরতলা বাজারে বিএনপির মতবিনিময় সভায় যাওয়ার পথে বাঙ্গড্ডা পশ্চিম বাজার এলাকায় সেলিম ভূঁইয়ার মোটরসাইকেল গতিরোধ করে অতর্কিত হামলা চালায় বিএনপি নেতা মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারী কামাল, মোবারক, কুতুব, মমিন ও লিটনসহ শতাধিক লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে সেলিম ভূঁইয়াকে হত্যা করে। বাকী দু’জনকে বেড়ধক পিটিয়ে গুরত্বর আহত করে ফেলে চলে যায়। এ ঘটনায় পরদিন নিহতের ভাই বাদী হয়ে নাঙ্গলকোট থানায় ৭৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available