রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে এক কৃষককে অপহরণের পর মাথা ও মগজ আলাদা করে হত্যা মামলার দুই আসামিকে ফরিদপুর থেকে গ্রেফতার করেছে র্যাব।
২৬ মার্চ বুধবার হত্যার ১৭ দিন পর অভিযুক্তদের ফরিদপুর জেলার সালথা থানাধীন সিংহ পোতাপ নামক এলাকা থেকে গ্রেফতার করা হয়।
নিহত ব্যক্তি রাজশাহীর জেলার মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের আলতাব আলী।
গ্রেফতাররা হলো রাসেল (২৪) এবং শরিফুল ইসলাম (৩৫)। তারা উভয় মোহনপুর উপজেলার স্থায়ীবাসিন্দা রুস্তম আলীর ছেলে।
র্যাব-৫ এর তথ্য মতে, চাঞ্চল্যকর ও নারকীয় হত্যার পর থেকে অভিযুক্তরা পলাতক ছিল। আইন শৃঙ্খলা বাহিনী ও র্যাব-১০ এর সহযোগীতায় ২৫ মার্চ দিবাগত রাত আনুমানিক ১.৪৫টার সময় তাদেরকে গ্রেফতার করা হয়। মূলত নিহত কৃষক আলতাব আলী ও অভিযুক্তদের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব হয়ে আসছিল। গত ৯ মার্চ রাত ৮টার সময় গভীর নলকূপের পানি জমিতে দেওয়া নিয়ে কাতবিতণ্ডা শুরু হয়। ঘটনার একপর্যায়ে নিহত কৃষককে অপহরণ করে নিয়ে যায় অভিযুক্তরা। পরে তারা ওই কৃষকের মাথা ও মগজ আলাদা করে হত্যা করে।
৬ দিন নিখোঁজ থাকার পর গত ১৬ মার্চ মোহনপুরের তুলসীক্ষেত্র বিলের কাছে মাথা ছাড়া একটি মৃতদেহ দেখতে পাই। উক্ত নারকীয় ঘটনা ও হত্যাকান্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ভীতির সৃষ্টি করে। পরে মোহনপুর থানায় নিহত ভিকটিম এর ছেলে বাদী একটি মামলা দায়ের করে। হত্যাকারীরা দেশের বিভিন্ন প্রান্তে নিজেদেরকে আত্মগোপন করে রাখে। এই ঘটনায় জড়িত আসামিদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে র্যাব-৫।
মোহপুর থানার অফিসার ইনচার্জ হত্যার তথ্যটি নিশ্চিত করে বলেন, আইন শৃঙ্খলা বাহিনী ও র্যাব-৫ এবং র্যাব-১০ মিলে আসামিকে গ্রেফতার করেছে। পরে তারা আসামিকে থানায় দিয়েছেন। থানার কার্যক্রম শেষে গ্রেফতার ব্যাক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available