বিনোদন ডেস্ক: বিশ্ব বিখ্যাত হলিউড অভিনেতা টম উইলকিনস মারা গেছেন। ৩০ ডিসেম্বর শনিবার ৭৫ বছর বয়সে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
টমের জন্ম ১৯৪৮ সালে উত্তর ইংল্যান্ডে। গত শতকের ষাটের দশকে ‘রয়্যাল অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্টে’ যোগ দেন তিনি।
কর্মময় জীবনের দীর্ঘ পথচলায় অসংখ্য টিভি ড্রামা এবং ‘রাশ আওয়ার’, ‘শেক্সপিয়র ইন লাভ’, ‘ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড’, ‘ব্যাটম্যান বিগিনসে’র মতো নানা ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
১৯৯৭ সালের কমেডি ছবি ‘দ্য ফুল মন্টি’র মাধ্যমে টম সম্ভবত সবচেয়ে স্মরণীয় অভিনয় করেছিলেন এবং বিশ্বব্যাপী খ্যাতি লাভ করেন।
২০০১ সালে ‘ইন দ্য বেডরুম’ ছবির জন্য অস্কারে সেরা অভিনেতার নমিনেশন পেয়েছিলেন টম। পরে ২০০৭ সালে ‘মিচেল ক্লেটন’ ছবির জন্য সেরা সহ-অভিনেতার নমিনেশনও পান তিনি।
২০০৮ সালে এমি অ্যাওয়ার্ড পান এইচবিও সিরিজ ‘জন অ্যাডামসে’র বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন চরিত্রের জন্য। পরবর্তীতে ২০০৯ সালে গোল্ডেন গ্লোব জিতেছিলেন টম।
এছাড়াও, দীর্ঘ ক্যারিয়ারে টম উইলকিনস অসাধারণ কর্মদক্ষতায় অর্জন করেছেন দেশি-বিদেশী অসংখ্য পুরস্কার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available