• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩৩:৪৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩৩:৪৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজারকে পরিবারের কাছে হস্তান্তর

৫ এপ্রিল ২০২৪ বিকাল ০৪:০৮:১৪

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজারকে পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের রুমায় অপহৃত সোনালী ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। ৫ এপ্রিল শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনের পর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে সকাল ১১টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন র‌্যাবের মিডিয়া উইংয়ের কমান্ডার খন্ডকার আল মঈন।

তিনি জানান, র‌্যাবের মধ্যস্থতায় ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করা সম্ভব হয়েছে। গতকাল রাত সাড়ে ৭টার দিকে রুমা বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) শতাধিক অস্ত্রধারী রুমা বাজারে সোনালী ব্যাংকে হামলা করে। ওই সময়ে পাশের মসজিদের মুসল্লি, উপজেলা প্রশাসন ভবন, নির্বাহী কর্মকর্তার আনসার ব্যারাকসহ দোকানে হামলা চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ-আনসার সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। ব্যাংকে ডিউটিরত গার্ড ও ১০ পুলিশ সদস্যদের কাছ থেকে দুইটি এসএমজি, ৬০ রাউন্ড গুলি, আটটি চায়না রাইফেল ও ৩২০ রাউন্ড গুলি লুট করে। এছাড়া আনসার সদস্যদের কাছ থেকে চারটি শর্টগান ও ৩৫ রাউন্ড কার্তুজ লুট করে। যাওয়ার সময় সোনালী ব্যাংকের রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩