• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ১২:০৪:২৯ (06-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ১২:০৪:২৯ (06-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

হাওর তোমার রক্ষা নেই, কারণ তুমি বাকহীন !

২৯ নভেম্বর ২০২৪ সকাল ১১:০২:২৪

হাওর তোমার রক্ষা নেই, কারণ তুমি বাকহীন !

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বর্ষা মৌসুম শেষে শুষ্ক মৌসুম আসতে না আসতেই মাটি খেকোদের আনন্দের ফোয়ারা বইতে চলছে। হাওরের বুক ছিড়ে কেটে নেওয়া হচ্ছে মাটি। জমির টপসয়েল কেটে ট্রাকে করে বিক্রি করছে লোকালয়ে। ভেকুর থাবা সইতে না পেরে নিরবে আর্তনাদ করছে হাওর। কেউ যেন দেখার নেই ! এ যেন মগের মুল্লুক!

বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভেকু ও মাটি ব্যবসায়ীদের দোহাই ছিল স্থানীয় সংসদ সদস্য ও ক্ষমতাসীনদের। তাদের দাবি ছিল ক্ষমতাসীন ও প্রশাসনকে ম্যানেজ করেই এ ব্যবসা করছেন। ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে পতন হলো আওয়ামী লীগ সরকারের। ভাবনায় ছিল সংস্কারের ছোঁয়া পড়বে প্রতিটি সেক্টরে, বন্ধ হবে তৃণমূল পর্যায়ের সকল অনিয়ম। কিন্তু না! তৃণমূল পর্যায়ে চলছেই অনিয়মের কাণ্ডকারখানা। তবে আগের ব্যক্তিরা কৌশলে সিটকে পড়লেও নতুন এক শ্রেণির প্রভাব ও ক্ষমতাসীলদের জন্ম হয়েছে। তাদের একাট্টা দাবি ওরা সতেরো বছর খেয়েছে, আমরাও খাবো। আগের খেকোরা আড়ালে থেকে নতুনদের অংশীদার করে প্রভাব খাটানোর এক অনিয়মের রাজত্ব সৃষ্টি করছে হাওরের বুকসহ কিশোরগঞ্জের বিভিন্ন ফসলি মাঠে মাটি কাটার ক্ষেত্রে।

ভাবনায় ছিল প্রশাসনের ব্যক্তিদের দায়িত্বশীলতার পরিধি ও ব্যবস্থা নেওয়ায় আগের চেয়ে নতুনত্ব আসবে। তৃণমূল পর্যায়ে ইউনিয়ন ভূমি অফিস, ইউপি চেয়ারম্যান, মেম্বার থাকলেও আগের মতোই তাদের নজরে এখনো ধরা পড়ে না মাটি কাটার অনিয়ম।

সংবাদকর্মীদের এক শ্রেণির টিম বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করলে কিছু ক্ষেত্রে টনক নড়ে প্রশাসনের। আবার যারা খবর দেয় তাদের মধ্যে একটি শ্রেণি তৃণমূল পর্যায়ের কিছু খবর নিরবে গিলে ফেলে অবৈধ সুবিধা আদায়ের মাধ্যমে।

খবর পেয়ে কিছু জায়গায় ব্যবস্থা নেওয়ার কথা শুনলেও প্রশাসনিক টিম চলে যাওয়ার পরপরই অলিখিত অনুমতি পাওয়ার মতো আবারো চলে মাটি কাটার কার্যক্রম। 
আফসোস করে অনেককেই বলতে শুনা যায়, হাওর তোমার রক্ষা নেই, কারণ তুমি যে অবলা বাকহীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাতের আঁধারে ভাঙা হলো বঙ্গবন্ধু ম্যুরাল
৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:০৮:৩০

দাগনভূঞায় দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা
৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৫৩:৪২



কাউখালীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:০৫:৩২


ফকিরহাটে দৃষ্টি হত্যার অভিযোগে গ্রেফতার ৩
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৩৯:৫৮