রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা বড়খোলাপাড়ায় অনন্ত মারমা চৌধুরী সড়কের উন্নয়ন করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কারণে এই এলাকার আদিবাসী বাসিন্দারা দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিলো।
অবশেষে রাঙ্গুনিয়ার সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির বিশেষ উদ্যোগে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে ৫০০ মিটার দৈর্ঘ্যের এই সড়কটি ইট দ্বারা উন্নয়ন করা হয়েছে। এতে করে পাল্টে যাবে বড়খোলাপাড়ার বাসিন্দাদের জীবনমান।
৮ মার্চ শুক্রবার বিকেলে সড়কটির উন্নয়ন শেষে উদ্বোধন করা হয়েছে। সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা যুবলীগ নেতা মো. সেলিমে'র সঞ্চালনা করেন।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন আলোকিত বড়খোলা পাড়া বিনির্মানের জনক অনন্ত মার্মা চৌধুরী, আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম, আহাসান হাবিব, মো. হারুন, খাইরুজ্জামান মেম্বার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা গণি সরফী, খোরশেদ আলম সুজন, নুরুল ইসলাম তালুকদার, মো. হোসেন, মাওলানা রেজাউল করিম, শামসুল আলম, হাজী ইলিয়াছ, মো. শুক্কুর, ইউপি সদস্য রফিকুল ইসলাম তালুকদার, নুরুল আলম, সাইফুদ্দিন আজম, দিদারুল আলম, মংসানু মারমা, মো. হাছান, দিদার সওদাগর, মো. হারুন, মোস্তফা কামাল, মো. কবির, আবু তাহের সওদাগর, মো. রহমত আলী, মো. সেকান্দার, মো. আজিজ, ছাত্রনেতা বেলাল তালুকদার, মো. আরমান ইয়াছির, আহাদ চৌধুরী, আরিফ সিকদার প্রমুখ।
শেষে মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়। এলাকার মানুষের কল্যানে এবং উন্নয়নে মন্ত্রী হাসান মাহমুদ সবসময় তাদের পাশে থাকার কথা জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available