• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩৮:২৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩৮:২৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেন্দ্রীয় কারাগারের যুদ্ধাপরাধ মামলায় আটক হাজতির ঢামেকে মৃত্যু

১৮ অক্টোবর ২০২৩ সকাল ১০:৫৪:২৭

কেন্দ্রীয় কারাগারের যুদ্ধাপরাধ মামলায় আটক হাজতির ঢামেকে মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: যুদ্ধ অপরাধ মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আজহার আলী শিকদার(৭৮) নামের এক হাজতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত আজহার আলী বাগেরহাটের কচুয়া থানার বিশারখোলা এলাকার আহমদ আলী শিকদারের ছেলে।

১৭ অক্টোবর মঙ্গলবার বিকেল চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৭ম তলা ৭০২ নং ওয়ার্ডে  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতের মরদেহ মর্গে রাখা হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, আজহার আলী কচুয়া থানার মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় ২০১৭ সাল থেকে কারাগারে বন্দি ছিল। ১৬ অক্টোবর সোমবার দুপুরে কারাগারের ভেতর উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের কারণে রক্তের সুগারের মাত্রা কমে গেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর তাকে ওয়ার্ডে ভর্তি রাখা হয়। মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩