বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলা কারাগারে কামাল হোসেন (৪৩) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। মৃত কামাল হোসেন বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর এলাকার সাংকিভাঙ্গা গ্রামে মোখলেছুর রহমানের ছেলে।
হাসপাতাল ও কারাগার সূত্রে জানা যায়, ২ জানুয়ারি মঙ্গলবার রাত ১১ টারদিকে কামাল হোসেন অসুস্থ হয়ে পড়ে। পরে জেল কর্তৃপক্ষ তাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কামাল হোসেনের মৃত্যুর বিষয় বাগেরহাটের জেলার আবদুল্লাহেল আল আমিন মুঠোফোনে জানান, আমি ছুটিতে আছি। ডেপুটি জেলারের সাথে কথা বলতে পারেন।
ডেপুটি জেলার মফিজুরর রহমান সাকিল মুঠোফোনে বলেন, আমি অনেক ব্যস্ত আছি। এখন কিছু বলতে পারব না।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. এম এম ফয়সাল ইসলাস স্বর্ণা বলেন, রাত ১১ টা ১৫ মিনিটের সময় কামাল হোসেন নামে এক রোগীকে হাসপাতালে আনা হয়। তাকে আমরা মৃত অবস্থায় পাই। বাগেরহাট জেল খানা থেকে রোগিটি এসেছিল। আসলে কি কারণে তার মৃত্যু হয়েছে তা আমরা এখনই বলতে পারছি না। ময়না তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available