• ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ রাত ০৯:৪৩:০৫ (15-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ রাত ০৯:৪৩:০৫ (15-Jan-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

নবাবগঞ্জে ঐতিহ্যের গরু দৌড় দেখতে হাজারও দর্শনার্থী

১৫ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:২৫:১৪

নবাবগঞ্জে ঐতিহ্যের গরু দৌড় দেখতে হাজারও দর্শনার্থী

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: শত শত বছর ধরে পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ বাঙালির সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন হিসেব প্রচলিত হয়ে আসছে। এই দিনটিতে গ্রাম বাংলার মানুষ আয়োজন করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। এর মধ্যে রয়েছে- গরু দৌড়, পিঠা খাওয়া ও ঘুড়ি উড়ানো।

যুগের পরিবর্তনের সাথে সাথে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী এসব অনুষ্ঠান। তবে এখনো বিভিন্ন এলাকায় এসব পুরোনো ঐতিহ্য ধরে রাখা হয়েছে। পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল রাজধানীর একদম পাশেই ঢাকার নবাবগঞ্জে শত বছরের এই গরু দৌড় প্রতিযোগিতা।

১৪ জানুয়ারি মঙ্গলবার বিকেলে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন যন্ত্রাইলের চন্দ্রখোলা কালিবাড়ী মন্দির কমিটি। প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রায় ২০টি ষাঁড় গরু৷ মাঠে এনে গলায় রশি দিয়ে দৌড়ানো হয়। ঢাকঢোলের তালে তালে দর্শনার্থীরা উল্লাসে মেতে উঠে৷ পরে মাঠের মাঝে থাকা খুঁটিতে গরুর রশি বাঁধ ছেঁড়া হয়।

বিকেল বেলা শত বছরের এই গরু দৌড় দেখতে মাঠের চারপাশে ছিল হাজারও দর্শনার্থী। শুধু নবাবগঞ্জ নয়, দোহার, সিংগাইর, মুন্সিগঞ্জ থেকেও এসেছে এই দৌড় দেখতে। প্রতিযোগিতাকে ঘিরে সকাল থেকে বসেছিল গ্রাম্য মেলা। মেলায় উঠেছে হরেক রকমের খাবার, আবার কেনাকাটা করছেন অনেকেই।

এই গরু দৌড় দেখতে আসা নবাবগঞ্জের সিংহড়া এলাকার এলিম সাগর বলেন, গরু দৌড় এটি গ্রাম বাংলার হাজার হাজার বছরের আমাদের নিজস্ব একটি ঐতিহ্য। আগামী প্রজন্ম যেন এসব সংস্কৃতি সম্পর্কে জানতে পারে এবং ভুলে না যায় তাই টিকিয়ে রাখতে সকলের চেষ্টা করা উচিত।

নবাবগঞ্জের চন্দ্রখোলা কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আক্তার হোসেন ঝন্টু মোল্লা এশিয়ান টিভি অনলাইনকে বলেন, ছোট বেলা থেকে এই দৌড় দেখে আসছি৷ পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে এর আয়োজন করে মন্দির কমিটি। তাদেরকে আমি ধন্যবাদ জানাই শত বছরের এই ঐতিহ্য গ্রামে ধরে রাখার জন্য।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৪০ শতাংশ ভোট না পড়লে আবারও নির্বাচন
১৫ জানুয়ারী ২০২৫ রাত ০৮:২৫:২০




ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
১৫ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৪২:৩৬


শাহরাস্তিতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
১৫ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:১৯:৪৬