ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: তরুণ ও যুব সমাজের মূল্যবোধের অবক্ষয়ের অন্যতম প্রধান কারণ পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের ৬ সদস্যকে নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন বড়থা বাজার থেকে আটক করেছে র্যাব-৫ (সিপিসি-৩)।
১৫ জানুয়ারি সোমবার র্যাব-৫ জয়পুরহাট (সিপিসি-৩) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃক্সখলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামীসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ জানুয়ারি রোববার সিপিসি-৩ জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো. রফিকুল ইসলামের নেতৃত্বে নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন বড়থা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারীদের আটক করা হয়।
আটক ভ্রক্তিরা হলেন- মো. পলাশ হোসেন (৩৮), পিতা-মো. ইদ্রিস আলী, সাং-বড়থা পূর্ব পাড়া, মো. রুবেল হোসেন কাজল (৩৩), পিতা-মো. মোজাম্মেল হক বাবলু, সাং- বড়থা পূর্ব পাড়া, মো. আবু সাঈদ (২৬), পিতা-মো. আবুল কালাম আজাদ, সাং-ফতেহপুর বাজার, মো. মিলন রানা (৩০), পিতা-মো. খায়রুল ইসলাম, সাং ফতেহপুর বাজার, মো. জামিল হোসেন (২৬), পিতা মো মিজানুর রহমান, সাং-চৈতন্যপুর এবং মো. ওলিউল হোসেন (৩১), পিতা-মো. সোলায়মান আলী, সাং-পার্চি আমলাই সকলকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আটক আসামীগণ নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন বড়থা বাজারস্থ তাদের দোকানের নিজ কম্পিউটারের হার্ডডিস্ক এ অশ্লিল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করতো।
পরবর্তীতে গ্রেফতার আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available