• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৪৮:১৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৪৮:১৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বন্যার্তদের পাশে হাবিপ্রবির রসায়ন বিভাগ

৩১ আগস্ট ২০২৪ বিকাল ০৪:৪১:১১

বন্যার্তদের পাশে হাবিপ্রবির রসায়ন বিভাগ

হাবিপ্রবি প্রতিনিধি: দেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় বন্যা কবলিত এবং পানিবন্দি মানুষদের সহযোগিতায় সম্মিলিতভাবে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ।

রসায়ন বিভাগের শিক্ষকসহ বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীরা এ উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে এবং ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থীরা।

প্রায় দুইশ পরিবারের জন্য প্রয়োজনীয় শুকনো খাবার, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ঔষধ, স্যানিটারি ন্যাপকিনসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে লক্ষ্মীপুরের রামগতি, মান্দারী, তেওয়ারীগঞ্জের উদ্দেশ্যে  উদ্দেশ্যে রওনা দেয় স্বেচ্ছাসেবীরা।

রসায়ন বিভাগের শিক্ষার্থীরা বলেন, বর্তমান পরিস্থিতিতে পানিবন্দি এলাকার মানুষদের কাছে ত্রাণ পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এ লক্ষ্যে আমরা কাজ করেছি । আমাদের ত্রাণ সামগ্রীতে রয়েছে শুকনো খাবার যেমন চিড়া, গুড় এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ।

এ ব্যাপারে রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. বলরাম রায় বলেন, দক্ষিণাঞ্চলের এ বন্যায় বন্যার্তদের জন্য কিছু করার চেষ্টা করেছে রসায়ন বিভাগ। দেশ এবং দেশের মানুষের প্রয়োজনে আমরা আপোষহীন। আমাদের শিক্ষার্থীরাও আপোষহীন। পাশাপাশি বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে বন্যার্তদের পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।।

প্রসঙ্গত, এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সংগঠন পৃথকভাবে বন্যার্তদের শুকনা খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩