হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রক্টর হিসাবে অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক হিসাবে অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান দায়িত্ব পেয়েছেন।
৮ সেপ্টেম্বর রোববার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত আলাদা আলাদা দুটি অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
পৃথক দুটি অফিস আদেশে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে নিযুক্ত অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ পদত্যাগ করায় তাকে অব্যাহতি প্রদান করা হল এবং তদস্থলে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শামসুজ্জোহাকে নিযুক্ত করা হল। অপর আরেকটি আদেশে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) পদে নিযুক্ত ড. মো. মাহাবুব হোসেন পদত্যাগ করায় তার উপর অর্পিত দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে তদস্থলে উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এস.এম. এমদাদুল হাসানকে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক পদে নিযুক্ত করা হল।
প্রক্টরের দায়িত্ব পাওয়ার পর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা বলেন, ”দায়িত্ব গ্রহণের প্রথমে আমি মহান সৃষ্টিকর্তার ওপর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেই সাথে আমি তার কাছে রহম আশা করছি, যাতে করে আমি এই দায়িত্ব সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করতে পারি। সেই সাথে এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর কাছে সহযোগিতা কামনা করছি। আমি বিশ্বাস করি সকলের সহযোগিতা ছাড়া এই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করা অসম্ভব। আমি আশা করি সবাই আন্তরিকভাবে আমাকে সেই সহযোগিতা করবে।”
ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের দায়িত্ব পাওয়া অধ্যাপক ড. এস.এম. এমদাদুল হাসান অসুস্থ হওয়ায় ঢাকায় অবস্থান করছেন। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।
উল্লেখ্য, অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এবং অধ্যাপক ড. এস.এম.এমদাদুল হাসান উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের শিক্ষক।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available