হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আইইইই কম্পিউটার সোসাইটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের উদ্বোধন হয়েছে। একই সাথে এর আংশিক কমিটি ঘোষণা করা হয়।
২২ সেপ্টেম্বর রোববার বিকাল ৩ টায় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে আইইইই কম্পিউটার সোসাইটির বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি অধ্যাপক ড. মো. আবু লায়েক এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে চেয়ারম্যান অধ্যাপক আদিবা মাহজাবীন নিতু।
এসময় অধ্যাপক ড. মো. আবু লায়েক সংক্ষিপ্ত উপস্থাপনায় আইইইই কম্পিউটার সোসাইটির সুযোগ-সুবিধা, উচ্চশিক্ষার জন্য এর অবদান ইত্যাদি তুলে ধরেন। এরপর তিনি এর আংশিক কমিটি ঘোষণা করেন।
কমিটিতে অ্যাডভাইজার হিসেবে দায়িত্বে আছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন এবং চেয়ারপার্সন হিসেবে আছেন মো. আশিকুল তারেক টিটু।
এছাড়াও ভাইস চেয়ার (অ্যাক্টিভিটি) পদে মো. নাফিউল হোসেন আকাশ এবং ভাইস চেয়ার (টেকনিক্যাল) পদে চঞ্চল কুমার মোদক রয়েছেন।
উক্ত কমিটিতে সম্পাদক হিসেবে রবিনুল হক রবিন, সহ সম্পাদক পদে মোছা. হাসনা নওশীন নিপু এবং কোষাধ্যক্ষ পদে মেহেদী হাসান এর নাম ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির চেয়ারপার্সন মো. আশিকুল তারেক টিটু বলেন, আমাদের হাবিপ্রবিতে আইইইই এর ব্রাঞ্চ নিয়ে আমি খুবই আনন্দিত। একটা আন্তর্জাতিক মানের সংগঠনের প্রতিষ্ঠাকালীন চেয়ারপার্সন হিসেবে দ্বায়িত্ব পাওয়ায় আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইসাথে আমাদের ব্রাঞ্চ এর অ্যাডভাইজার স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি সবার সহযোগিতায় এ সংগঠনকে এগিয়ে নিতে চাই। আমি সবার দোয়া প্রার্থী।
উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম প্রযুক্তিগত পেশাদার সংস্থা IEEE (Institute of Electrical and Electronics Engineers) সদস্যরা গ্লোবাল কমিউনিটিকে গবেষণা, প্রকাশনা, প্রযুক্তির মান এবং পেশাগত ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে অনুপ্রাণিত করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available