ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশে এসে সবার আগে গ্রামের বাড়িতে যান হামজা চৌধুরী। ১৭ মার্চ সোমবার সিলেটের হবিগঞ্জে নিজ বাড়িতে অবস্থান করেন সাম্প্রতিককালে দেশের ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন। নিজ গ্রাম বাহুবল উপজেলার স্নানঘাটে একদিন থাকার পর ১৮ মার্চ মঙ্গলবার বিকেলে ঢাকার উদ্দেশে রওনা দেন হামজা। রাতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। বিমানবন্দরে হামজাকে বরণ করে নেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা।
হামজা চৌধুরী বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত নাম। ইংল্যান্ড জাতীয় দলের প্রতিনিধিত্ব করার সুযোগ এক পাশে রেখে তিনি বেছে নিয়েছেন বাংলাদেশকে। তাকে সাদরে গ্রহণ করেছে এ দেশের ফুটবলপ্রেমীরাও।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ জাতীয় দলের, যা এতদিন ছিল স্বপ্নের মতো। হামজার হাত ধরে সেটি সত্যি হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সি গায়ে অভিষেক ঘটবে হামজার।
সিলেটের মতো ঢাকায়ও হামজাকে বরণ করে নিতে ভিড় চোখে পড়েছে। রাত বাড়লেও আগ্রহের কমতি ছিল না। হামজাও হাসিমুখেই জবাব দেন এমন ভালোবাসার। এর আগে সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে জবাব দেন ভক্তদের ভালোবাসার। ভাঙা বাংলায় নিজের অনুভূতির কথা প্রকাশ করে ভক্তদের উদ্দেশে হামজা বলেন, ‘সবাইরে ভালোবাসি।’
এদিকে, রাজধানী ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আজ ১৯ মার্চ বুধবার দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে হামজার। এরপর, সন্ধ্যা ৭টায় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন শেষে বাংলাদেশ দল উড়াল দেবে ভারতের উদ্দেশে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available